Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home যৌনকর্মীর প্রেম নিয়ে বানানো ছবির অস্কার জয়, ইতিহাস গড়লেন শন বেকার
    বিনোদন

    যৌনকর্মীর প্রেম নিয়ে বানানো ছবির অস্কার জয়, ইতিহাস গড়লেন শন বেকার

    March 3, 20254 Mins Read

    বিনোদন ডেস্ক : অস্কার জয় করলো একজন যৌনকর্মীর প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আনোরা’, যে তরুণী এক রুশ ধনীর দুলালের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন জীবনের সুযোগ পায়। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সর্বাধিক পাঁচটি পুরস্কার জিতেছে ছবিটি। এরমধ্যে রয়েছে সবচেয়ে বড় সম্মান সেরা চলচ্চিত্রের স্বীকৃতি।

    Director-Sean-Baker

    ‘আনোরা’য় নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডেমি মুরকে ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির জন্য এই বিভাগে ফেভারিট ভাবা হচ্ছিল। কিন্তু তাকে হতাশ করে শেষ হাসি হেসেছেন মাইকি ম্যাডিসন। পুরস্কার গ্রহণের পর যৌনকর্মী কমিউনিটিকে ধন্যবাদ ও সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই আমেরিকান তারকা।

    কান উৎসবে স্বর্ণপাম জয়ী পরিচালক শন বেকার এবারের আসরে বড় দান মেরেছেন। তিনি একাই বাগিয়ে নিয়েছেন চারটি অস্কার! সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা চিত্রনাট্য পুরস্কার তিনটি একাই পেয়েছেন। এছাড়া সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবেও অস্কারের সোনালি ট্রফি এসেছে তার হাতের মুঠোয়। অস্কারের ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি একই চলচ্চিত্রের জন্য চারটি পৃথক বিভাগে পুরস্কার পেলেন। ১৯৫৩ সালে অস্কারের একই আসরে ওয়াল্ট ডিজনি চারটি ভিন্ন ভিন্ন ছবির জন্য চারটি পুরস্কার জিতেছিলেন। ২০২০ সালে ‘প্যারাসাইট’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র প্রযোজক হিসেবে পুরস্কার জিতে বং জুন-হো কাছাকাছি চলে গিয়েছিলেন। ‘প্যারাসাইট’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতলেও সেটি গেছে দক্ষিণ কোরিয়ায়।

    অস্কার হাতে মাইকি

    ‘আনোরা’ সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নেওয়ায় টানা দ্বিতীয়বার পরিচালক স্বামী ও প্রযোজক স্ত্রীর যৌথভাবে অস্কার পাওয়ার ঘটনা দেখা গেলো। গত আসরে ‘ওপেনহাইমার’-এর সুবাদে সম্মানজনক পুরস্কারটি বাগিয়ে নেন পরিচালক ক্রিস্টোফার নোলান ও তার স্ত্রী এমা থমাস। তাদের পাশে নাম লেখালেন শন বেকার ও তার স্ত্রী সামান্থা কোয়ান। ‘আনোরা’র বিষয়বস্তু দেখেই বোঝা যাচ্ছে এটি প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবি। এর আগে সর্বশেষ ২০০৭ সালে ‘দ্য ডিপার্টেড’ প্রাপ্তবয়স্কদের উপযোগী ছবি হিসেবে অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। দেড় যুগ পর এর পুনরাবৃত্তি ঘটালো ‘আনোরা’।

    এবারের আসরে সেরা চলচ্চিত্র বিভাগে কোন ছবি পুরস্কার জিতবে তা আগেভাগে নিশ্চিত করে বলা যায়নি। কারণ ‘আনোরা’র পাশাপাশি পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ও ইহুদি অভিবাসীর গল্প ‘দ্য ব্রুটালিস্ট’ দৌড়ে সমানতালে ছিল।

    সেরা অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি

    সেরা অভিনেতা বিভাগে দ্বিতীয়বার অস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে একজন ইহুদি অভিবাসী ও স্থপতির ভূমিকায় দেখা গেছে তাকে, যিনি আমেরিকান স্বপ্নের পেছনে ছুটছেন। ২৩ বছর আগে ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ ছবির সুবাদে এই পুরস্কার জয়ের সময় তার বয়স ছিল ২৯ বছর। তিনিই এখনও অস্কারের সেরা অভিনেতা বিভাগের সর্বকনিষ্ঠ বিজয়ী।

    অ্যাড্রিয়েন ব্রডি ২৩ বছর ধরে অস্কারের একটি রেকর্ড ধরে রেখেছেন। এবার তিনি জেতায় আরেকটি রেকর্ড গড়লেন। সেরা অভিনেতা বিভাগে প্রথম দুই মনোনয়নের দুটিতেই অস্কার জয় করা প্রথম ব্যক্তি বনে গেছেন ৫১ বছর বয়সী এই আমেরিকান তারকা। ‘অ্যা কমপ্লিট আননোন’ তারকা টিমোতি শ্যালামেকে হতাশ করে সেরা অভিনেতা হয়েছেন তিনি।

    এবারের আসরে প্রত্যাশিতভাবে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। স্প্যানিশ ভাষায় নির্মিত ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে আইনজীবী রিটা চরিত্রে অভিনয় করেছেন তিনি, মেক্সিকান এক মাদকসম্রাটকে মৃত্যুর জালিয়াতি করে নারীতে রূপান্তর হতে সহায়তা করেন তিনি। সর্বাধিক ১৩টি মনোনয়ন পাওয়া ‘এমিলিয়া পেরেজ’ সেরা মৌলিক গান বিভাগসহ মোট দুটি পুরস্কার পেয়েছে।

    ‘অ্যা রিয়েল পেইন’ ছবির জন্য কিয়েরেন কালকিন অবধারিতভাবে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন। দাদির স্মরণে পোল্যান্ড ঘুরে বেড়ানো দুই চাচাতো ভাইকে কেন্দ্র করে ছবিটির গল্প। এতে বেনজি চরিত্রে আছেন কিয়েরেন কালকিন। তবে জেসি আইজেনবার্গ পরিচালিত ছবিটি সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়নি। সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত না হওয়া ছবির জন্য সর্বশেষ ২০১২ সালে ক্রিস্টোফার প্লামার (বিগিনার্স) সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন।

    কিয়েরেন কালকিন

    ৯৭তম অস্কারে হলিউডসহ বিভিন্ন দেশের ২০২৪ সালের সেরা কাজগুলোকে ২৩টি শাখায় পুরস্কৃত করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। তাদের প্রায় ১১ হাজার ভোটার বিজয়ীদের নির্বাচন করেছেন। এ তালিকায় আছেন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রের বিভিন্ন কারিগরি বিভাগের কুশলীরা।

    ইসরায়েলি-ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ অস্কারের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে। এটি নির্মাণে যুক্ত ছিলেন বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম। এতে দেখানো হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই একজন ফিলিস্তিনি কর্মী ও একজন ইসরায়েলি সাংবাদিকের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে।

    সেরা অ্যানিমেটেড চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মুক্ত ছবি ‘ফ্লো’। এর মাধ্যমে প্রধমবার অস্কার জিতলো লাটভিয়া। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’।

    যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) ছিল ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ‘উইকেড’ ছবির মেডলি পরিবেশন করেছেন ব্রিটিশ অভিনেত্রী সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। জেমস বন্ড সিরিজের কয়েকটি গান গেয়েছেন ব্ল্যাকপিংক ব্যান্ডের গায়িকা লিসা, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র‌্যাপার দোজা ক্যাট। প্রয়াত কুইন্সি জোন্সের প্রতি সম্মান জানিয়েছিন আমেরিকান অভিনেত্রী-র‌্যাপার কুইন লতিফা। সদ্যপ্রয়াত অভিনেতা জিন হ্যাকম্যানকে মঞ্চে এসে স্মরণ করেন তার বন্ধু মর্গ্যান ফ্রিম্যান।

    আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানে মাঝামাঝি তিনি লস অ্যাঞ্জেলেসের একদল অগ্নিনির্বাপককে মঞ্চে ডেকে ধন্যবাদ জানান। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অস্কার ইতিহাস গড়লেন ছবির জয়! নিয়ে, প্রেম বানানো বিনোদন বেকার যৌনকর্মীর শন
    Related Posts
    Tanha Tasnia

    লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে : তানহা তাসনিয়া

    May 3, 2025
    Polash

    নেইমার ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেলেন অভিনেতা পলাশ

    May 3, 2025
    ওয়েব সিরিজ

    উল্লুর নতুন ওয়েব সিরিজ “Sui” – রোমান্স ও নাটকীয়তার গল্প!

    May 3, 2025
    সর্বশেষ সংবাদ
    Bird
    প্রেমিকাকে ‘ডেটে’ নিয়ে খাওয়াচ্ছে চড়ই পাখি!
    বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া
    Realme C75 5G Specifications
    Realme C75 5G Specifications: A Rugged Powerhouse with Massive Battery and Smart AI Features
    australian election results
    Australia’s Labor Party Secures Historic Reelection Amid Trump Trade Fallout
    ablution ritual
    Ablution Ritual: Guide to Performing Properly
    Tanha Tasnia
    লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে : তানহা তাসনিয়া
    Kholilur
    শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশকে আরও বেশি তুলা কেনার চাপ যুক্তরাষ্ট্রের: নেত্র নিউজ
    world’s richest family
    সাড়ে ৫২ লাখ কোটি টাকার মালিক বিশ্বের শীর্ষ ধনী পরিবার
    চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
    খাবার চুরি, বিয়ে না করেই ফিরছিলেন বর
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.