জুমবাংলা ডেস্ক : নারীকে যৌনতার দৃষ্টিতে দেখার যে প্রবণতা, সেই মনস্তত্ত্বের টুঁটি চেপে ধরতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
আখতার হোসেন বলেন,সমাজের মনস্তত্ত্বে, মানুষের মনে, নারীদের বিষয়ে অনেক নেতিবাচক ধারণা।
তিনি বলেন,নারীকে যৌনতার দৃষ্টিতে দেখার যে প্রবণতা; সেই মনস্তত্ত্বে কুঠারাঘাত করতে হবে, সেই মনস্তত্ত্বের টুঁটি চেপে ধরতে হবে।
রাষ্ট্রকে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে দাবি করে নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, ‘নতুন বাংলাদেশে আমাদের জীবনঘনিষ্ঠ যত সমস্যা আছে, সেসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই রাজনীতি করতে হবে।’
একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছে–এ আলোচনাটা আসে নভেম্বরে। আগস্ট-সেপ্টেম্বরেই এ বিষয়ে ভয়েস রেইজ করা দরকার ছিল। তিনি বলেন, নারীরা অবদমিত হচ্ছে–এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।
তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানাভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়। এ বিষয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু সরকারের তরফ থেকে তেমন রেসপন্স দেখিনি। তার ফল হলো, আমরা (নারীরা) রাস্তায় হ্যারাসড (হয়রানির শিকার) হচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।