বিনোদন ডেস্ক : বলিউড নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রি? আপাতত এই বিতর্কেই সরগরম ভারতীয় সিনে দুনিয়া। দুই ভাগ তারকাকুল। ভারতে ইন্ডাস্ট্রি বনাম ইন্ডাস্ট্রির যুদ্ধে এ বার নাম লেখালেন অভিনেতা সোনু সুদও।
সোনুর স্পষ্ট দাবি, এক সময়ে স্রেফ পরিচিতির তাগিদে বড় বাজেটের বলিউড ছবিতে মুখ দেখাতেন অভিনেতারা। বহু ক্ষেত্রে সে ছবি তাদের জনপ্রিয়তা দেওয়া দূরে থাক, দর্শক মনে দাগই কাটত না চরিত্র। সে সময় কাজ দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি আমাকে বাঁচিয়েছে।
সোনুর কথায়, ‘‘সে হিন্দি ছবিই হোক বা তামিল, তেলুগু ছবি, চিত্রনাট্য বাছাইয়ে আমি বরাবরই খুঁতখুঁতে। সেখানে দক্ষিণী ছবিতে কাজের সুযোগ আমায় অনেক খারাপ হিন্দি ছবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে।’’
আপাতত মুক্তির অপেক্ষায় থাকা ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে দেখা যাবে সোনুকে। ছবিতে বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু। ৩ জুন প্রেক্ষাগৃহে আসবে ‘সম্রাট পৃথ্বীরাজ’। সোনু ছাড়াও রয়েছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত এবং মানুষী চিল্লার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।