বিনোদন ডেস্ক : তারকারা যৌবন ও বয়স ধরে রাখতে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন। নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শানও এর ব্যতিক্রম নন। সদ্যই তিনি ৫০ বছরে পা দিয়েছেন। তবে তারুণ্যের ছোঁয়া ধরে রাখতে অ্যান্টি এজিং ক্রিম মেখে গালে একগাদা ব্রণের ঝামেলায় পড়েছেন এই শিল্পী ।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রসঙ্গে গায়ক জানান, প্রায়ই নাকি তাকে বয়স নিয়ে নানা কথা শুনতে হয়। সেই সময় অভিনেতা তার পুরানো কিছু ছবি বার করে দেখে নেন।
শানের কথায়, ‘হ্যাঁ আগের থেকে অনেকটা বদলে গিয়েছি। আমি মাঝে অ্যান্টি এজিং, অ্যান্টি রিংক্ল ক্রিম মাখাও শুরু করেছিলাম। সেভাবে কোনো কাজই হয়নি। উল্টো আমার তেলতেলে ত্বকে একগাদা ব্রণ বেরিয়েছে।
বোঝা যাচ্ছে বয়স ধরে রাখার এ ক্রিম ব্যবহার করে বেশ বিপাকেই পড়েছেন শান। শান এই প্রসঙ্গে বলেন, মনে বয়সের ছাপ না পড়লে তা চেহারায় দেখা যায় না। মালাইকা অরোরা বা অর্জুন রামপালের দিকে তাকান। বয়স কোনো সমস্যাই নয়।
শান আরও বলেন, শুধু ফিট থাকলেই হবে না, ভিতর থেকে নিজের যৌবন উপভোগ করতে হবে। নিজেকে সব সময় তরুণ ভাবতে হবে। এই ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।