বিনোদন ডেস্ক : পরিবারের সদস্যদের কাছে প্রতারণার শিকার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে শুধু পপিই নয়, এমন অনেক অভিনয়শিল্পীই রয়েছেন যারা তাদের কষ্টে উপার্জিত অর্থ পরিবারের কাছে তুলে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। তাদের মধ্যে অন্যতম কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে এমন তথ্য দেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। ফেসবুক লাইভে এসে অঝোরে কেঁদে বলেলেন, ‘আমি একজন ব্যর্থ মানুষ।’
পপি জানান, পরিবারে সবাইকে নিয়ে সুন্দর জীবন কাটাতে চেয়েছিলেন। সবাইকে দু-হাত ভরে শুধু দিয়েই গেছেন, কিন্তু তারাই অভিনেত্রীর সঙ্গে বেইমানি করেছেন।
গত ৩ ফেব্রুয়ারি পপির বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করেন তার বোন ফিরোজা পারভীন। এ প্রসঙ্গে পপি বলেন, ‘আমি শিল্পীমানুষ, আমি কি ভূমিদস্যু? ছোটবেলা থেকে ভাইবোনদের লালনপালন করে বড় করেছি। এর জন্য আমার জীবনের সুন্দর সময়গুলো উপভোগ করিনি। কিন্তু এখন কী দেখলাম, তারা মানুষ হয়নি, হিংস্র পশুও বলতে পারছি না। কারণ, হিংস্র পশুরও কৃতজ্ঞতা বোধ আছে, ওদের নেই।’
অভিনেত্রী দুঃখ করে বলেন, ‘পৃথিবীতে সব মা-ই মা নন। ভালো মা যেমন আছেন, খারাপ মা-ও আছেন। দুর্ভাগ্যবশত আমি আমার মায়ের কখনও ভালোবাসা পাইনি। আশি শুধু তার কাছে ডিমপাড়া হাঁস, দুধ দেয়া গরু, টাকা ছাপানোর মেশিন ছিলাম। তা-ও এসব বিষয়ে আমি কখনও অভিযোগ করিনি, এখনও নেই। কারণ, আমি মনকে বুঝিয়েছি, একটা মানুষ যখন মেশিনে পরিণত হয়, তখন তার মূল্য মেশিন হিসেবেই থাকে। মানুষ হিসেবে থাকে না।’
অভিনেত্রীর সব সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা পরিবার নিয়ন্ত্রণে নিলে হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। ওই সময় পপিকে সাহায্য করতে তার পাশে দাঁড়ান ইন্ডাস্ট্রির কিছু শুভাকাঙ্ক্ষী। যাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক আলমগীর।
পরিবারের সদস্যদের কাছে প্রতারণার শিকার হয়ে যখন মানসিকভাবে ভেঙে পড়েন অভিনেত্রী, পপিকে ওই সময় সান্ত্বনা দেন আলমগীর। পপিকে আলমগীর বলেন,
এমন ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেকে এমন প্রতারণার শিকার হয়েছেন। শাবানার জীবনে তা ঘটেছে।
ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে পপি ওই সময়ের কথা মনে করে বলেন, আপনাদের কাছে আলমগীর ভাই একজন হিরো। কিন্তু আমার কাছে তিনি একজন আমার সবচেয়ে বড় শুভাকাঙ্খী। আরও অনেক কাছের মানুষ আমার আছেন যারা আমার দুঃসময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।