জুমবাংলা ডেস্ক : তারুণ্যনির্ভর দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ার লক্ষ্যে ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’। বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনফারেন্সের মহাসচিব এবং ইউনিসাব বাংলাদেশের সভাপতি মো: জাহিদুল ইসলাম কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। পরে ভিডিওবার্তা পাঠান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
উদ্ভাবনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নিজের ভিডিও বার্তা পাঠান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি তরুণ সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, “বাংলাদেশ সরকার ইতিমধ্যেই জলবায়ু সংক্রান্ত পরিবেশ বিপর্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচী ও অর্থনৈতিক তহবিলের বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনজামিন মরগান, ডেভেলপমেন্ট অফিসার, রেসিডেন্ট কোর্ডিনেটর, জাতিসংঘ বাংলাদেশ। এছাড়া ও অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুর রহমান। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য সর্বোত্তম চেষ্টাকে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য বি-আই-মান ২০২৩ অনস্বীকার্য ভূমিকা পালন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।