বিনোদন ডেস্ক: শাফিন আহমেদ মাইলসের অন্যতম ভোকাল ছিলেন। মাইলসের ভাঙনের ফলে যাত্রা শুরু করেছেন এককভাবে। ইতোমধ্যে নতুন লাইন আপ নিয়ে কাজ শুরু করেছেন তিনি। ‘শাফিন আহমেদ ভয়েস অফ মাইলস’ এই লাইন আপে ইতোমধ্যে গত জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো কনসার্ট করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাফিন আহমেদ নিজেই।
বৃহস্পতিবার দুপুরে শাফিন আহমেদ বলেন, ‘‘শাফিন আহমেদ ভয়েস অফ মাইলস নামে’ নতুন লাইন আপ নিয়ে আমি গত জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো কনসার্ট করেছি। শুধু মার্চ মাসেই আমি চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার ও ঢাকা শহর মিলিয়ে অনেকগুলো কনসার্ট সফল ভাবে করেছেন। হাজার হাজার দর্শক এর মন জয় করেছি। ’’
এছাড়াও ঈদের পরপরই অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে যাবেন জানালেন শাফিন।
গণমাধ্যমকে তিনি বললেন, ‘আমার নিজস্ব লাইন আপ ছাড়াও ব্যক্তিগতভাবে বেশকিছু কাজ করেছি। এরমধ্যে পড়শীর জন্য একটি গান করেছি, পয়লা বৈশাখের একটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, বেনজির জিলানীর জন্য একটি গান করলাম। ’
জানা গেছে, শাফিন আহমেদ তার নিজের লেখা এবং সুর করা গান ‘এই স্বপ্ন’ রেকর্ড করিয়েছেন পরশীর কণ্ঠে শাফিন আহমেদ ফিচারিং পরশী “এই স্বপ্ন” গানটি অডিও এবং ভিডিও আকারে প্রকাশিত হবে আসন্ন ঈদে।
এছাড়াও নতুন বছরের পয়লা বৈশাখেই শাফিন আহমেদ প্রকাশ করেছেন বাঙালির উৎসবের মেলা নিয়ে গান ‘নাচো বাংলাদেশ’ । দেশ ও দেশের বাইরে সকল স্ট্রিমিং প্লাটফর্মে পাওয়া যাচ্ছে এবং ইউটিউবেও রয়েছে গানটি।
বেনজির জিলানী, চট্টগ্রামের প্রতিভাবান শিল্পী। তাঁর নতুন গান ‘সে আমায় ডুবায়’ এর মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে আজ একুশে এপ্রিল। ‘সে আমায় ডুবায়’ গানটি শাফিন আহমেদ ফিচারিং বেনাজির জিলানী প্রকাশিত হচ্ছে শাফিন আহমেদের মিউজিক লেবেল ডবল বেস প্রোডাকশনের ব্যানারে। শোনার আমন্ত্রণ রইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।