শাহরুখ খানের জীবনের ৪টি কালো সত্য, যা আজও তাকে তাড়া করে বেড়ায়

বিনোদন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। বর্তমানে তিনি ভারত তথা বিশ্বের ধনী অভিনেতাদের মধ্যে একজন। কিন্তু শাহরুখের জীবনকে ঘিরে রয়েছে এমন সব ডার্ক সিক্রেটস যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না।

Shah-Rukh

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির স্টারদের জীবনে থাকে নানা বিতর্ক। বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নায়িকাদের সঙ্গে প্রেম, সমকামিতা এমনই সব নানা গুঞ্জন শাহরুখের নামের সঙ্গে জড়িয়েছে নানা সময়ে। যার দরুন তার মানহানি হয়েছে বহুবার। এক নজরে দেখে নেওয়া যাক কিং খানের-ই কিছু ডার্ক সিক্রেটস।

করণ জোহরের সঙ্গে সম্পর্ক : বলিউডের প্রখ্যাত পরিচালক তথা প্রযোজক করণকে নিয়ে সবসময়ই বিতর্ক লেগেই থাকে। তার উপর করণ-এর ‘কুছ কুছ হোতা হে’ ছবিটি শাহরুখের কপাল খুলে যায়। তখন থেকেই মিডিয়াতে রটে যায় তাদের মধ্যে নাকি সমকামিতার সম্পর্ক আছে।

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়া : এই সিক্রেটি কমবেশি সকলেরই জানা। প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ খানের সম্পর্ক নিয়ে একসময় জল্পনার পারদ চড়েছিল ঊর্ধ্বে। যদিও তাদের দুজনের কেউই এই সম্পর্কের কথা সরাসরি স্বীকার করেননি। কিন্তু গৌরী খানের হস্তক্ষেপে বলিউডে প্রিয়াঙ্কার কেরিয়ার একসময় ডুবেতে বসেছিল।

আব্রামের পিতৃত্ব : শাহরুখের ছোট ছেলে আব্রামকেকে নিয়ে একসময় কম জলখোলা হয়নি। আব্রামের জন্মের পর সোশ্যাল মিডিয়াতে একটি খবর রটে যে শাহরুখের তৃতীয় সন্তান নাকি তার নিজের সন্তানই নয়। আব্রাম আসলে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের অবৈধ সন্তান। যদিও আব্রাম তাদের সারোগেট চাইল্ড।

নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ফি বাড়ল

সালমান খানের সঙ্গে শত্রুতা : এক সময় শাহরুখ এবং সালমান এই দুই খানের ঠান্ডা লড়াই নিয়ে বলিউড উত্তাল হয়েছিল। ‘করণ অর্জুন’ ছবির পর তারা আর একসঙ্গে ছবি করতেন না। বক্স অফিসেও তারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। যদিও বর্তমানে নাকি তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে।