শাহরুখের প্রশংসায় বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহো

শাহরুখের প্রশংসায়

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ ঝড় চলছে উপমহাদেশে। ভারতজুড়ে শাহরুখের ‘চাহানেওয়ালা’র কমতি নেই, তবে কিং খানের প্রশংসাকারী ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। শুধু প্রবাসী ভারতীয়রাই নন, বাদশাহর ম্যাজিক থেকে বাদ পড়েননি পশ্চিমা দুনিয়ার অনেক নামিদামি ব্যক্তিত্বরা। যেমন ধরুন শাহরুখের ভক্ত ‘দি অ্যালকেমিস্ট’ কিংবা ইলেভেন মিনিটসের লেখক পাওলো কোয়েলহো। বরাবরই শাহরুখকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। ‘পাঠান’ ম্যাজিকে আপ্লুত হয়ে কিং খানের জন্য কলম ধরলেন তিনি।

শাহরুখের প্রশংসায়

টুইটারে শাহরুখের ভূয়সী প্রশংসা করে টুইট করেছিলেন তিনি। শুক্রবার তার উত্তর দিলেন শাহরুখ। বিশ্ব বক্স অফিসে মাত্র সাত দিনে ৬০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘পাঠান’। এমন সময়ই পাওলো শাহরুখকে নিয়ে লেখেন, ‘বাদশাহ। কিংবদন্তি। বন্ধু। কিন্তু সব কিছুর ওপরে তিনি অসাধারণ একজন অভিনেতা।’

সঙ্গে লেখেন, ‘পশ্চিমের দেশগুলোতে যদি কেউ ওকে না চেনেন, বলে রাখি, ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’- দেখে নিন শাহরুখকে তা বুঝে যাবেন।’

বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ঔপন্যাসিকের এই বার্তায় গর্বিত শাহরুখভক্তরা। চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই আজকাল টুইটারে প্রচণ্ড সক্রিয় শাহরুখ জবাব দিলেন পাওলোর টুইটের। তিনি পাল্টা লেখেন, ‘বন্ধু পাওলো, তুমি সব সময় এমনই উদার এবং অকুণ্ঠ। এবার দেখা করো, যত তাড়াতাড়ি দেখা করা সম্ভব, তার চেয়েও বেশি তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক।’

ভক্তদের ভালোবাসায় মুগ্ধ শাহরুখ। সেই ভালোবাসার টুকরো ঝলক টুইটারে শেয়ার করেছিলেন অভিনেতা। মান্নাতের বাইরে অপেক্ষারত হাজার হাজার এসআরকে ভক্তের দিকে হাত নেড়ে, উড়ন্ত চুমু ছুড়ে কিংবা হাত জোড় করে কৃতজ্ঞতা জানাচ্ছেন শাহরুখ। টুইটারে এমন ভিডিও শেয়ার করেছিলেন কিং খান। এই ভিডিও রি-টুইট করেই শাহরুখ খানকে নিয়ে ভারতে উন্মাদনা কতটা সে কথা পশ্চিমা দুনিয়াকে জানান ব্রাজিলীয় লেখক।

ওজন বাড়িয়ে নিজেকে দেখে কেঁদে ফেললেন ঋতাভরী

এর আগেও নেইমারের দেশের এই লেখক মন খুলে প্রশংসা করেছেন শাহরুখের। মাই নেম ইজ খান মুক্তি পাওয়ার পর তিনি বলেছিলেন, শাহরুখ এই ছবির জন্য অস্কার পুরস্কার পাওয়ার যোগ্য।