শাহরুখের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা কোনটি

শাহরুখ

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। তার পরবর্তী সিনেমায় অভিনয় করবেন বলিউড কিং শাহরুখ খান। এই অভিনেতার সবেচেয়ে বেশি বাজেটের সিনেমা হতে চলেছে এটি।

শাহরুখ

জানা গেছে, অ্যাটলির এই সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। তবে সিনেমার বাজেটের মধ্যে অভিনয়শিল্পী ও পরিচালকের পারিশ্রমিক যুক্ত নয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে একটি সূত্র বলিউডহাঙ্গামা ডটকমে বলেন, ‘শাহরুখ খান একজন প্রযোজক। তার অন্য সিনেমার মতো এতেও সেরাটা দেওয়ার ক্ষেত্রে তিনি চেষ্টার কোনো ত্রুটি করছেন না। এই সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। এটিই শাহরুখের এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের সিনেমা।’

আগামী জুন থেকে সিনেমার শুটিং শুরু হবে। সূত্রটি বলেন, ‘শাহরুখ খান আগামী বছরের প্রথম ভাগ পর্যন্ত পর্যায়ক্রমে ১৮০ দিন শুটিং করবেন।’

২ সন্তানের মা হওয়া সত্ত্বেও সৌন্দর্য্যে যশের স্ত্রী হার মানাবে অভিনেত্রীদেরও

নেটফ্লিক্সের ‘মানি হেইস্ট’ অবলম্বনে এই সিনেমা তৈরি হচ্ছে। এছাড়া তেলেগু ভাষার ‘গ্যাং লিডার’ সিনেমার গল্পের সঙ্গে এটির মিল রয়েছে। সিনেমায় শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সিনেমায় এই অভিনেতার সঙ্গে আছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি। ২০২৩ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।