বিনোদন ডেস্ক : গতকাল মুক্তি পেল শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান। মুক্তির আগেই অনেক রেকর্ড ভেঙেছে সিনেমাটি। দি ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রথম দিনই ৫০ কোটি রুপির বেশি আয় করেছে এটি। অগ্রিম বুকিং থেকে বোঝা যাচ্ছে প্রথম দুদিনেই ১০০ কোটি রুপি ঘরে তুলবে যশরাজ ফিল্মস। সিনেমা মুক্তি পেতে না পেতেই বলিউডের বক্স অফিস বিশ্লেষক ও সমালোচকরা সিনেমাকে ভালো রেটিং দিয়েছেন। ফলে ভারতে পাঁচ হাজার এবং ভারতের বাইরে আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া পাঠানের ব্লকবাস্টার হতে কোনো বাধা নেই। চার বছর পর বলিউডের বাদশাহর ফেরাটা বাদশাহি কায়দায়ই হলো। ভারতীয় একটি গণমাধ্যম লিখেছে পাঠান দেখতে ‘থিয়েটারগুলো স্টেডিয়াম হয়ে গেছে’।
পাঠান নিয়ে সবচেয়ে কৌতূহলোদ্দীপক কথাটি বলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ সাধারণত সহজে কারো প্রশংসা করেন না। কিন্তু শাহরুখের সিনেমার বেশ প্রশংসা করলেন। যাকে বলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে সিনেমা সম্পর্কে নিজের মন্তব্য জানান। অভিনেতা করণ মেহতাকে সঙ্গী করে সিনেমা দেখে এসে পাঠানকে ‘খতরনাক’ বলে অভিহিত করেছেন অনুরাগ।
গ্যাংস অব ওয়াসিপুরের পরিচালক মুম্বাইয়ের একটি হলে পাঠান দেখেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, শাহরুখ খানকে এর আগে কখনো এত সুদর্শন লাগেনি। আমি তাকে দেখতে এসেছিলাম আর এসে দারুণ খুশি। সিনেমার অ্যাকশনগুলো দুর্ধর্ষ। আমি বলব এ রকম রোল শাহরুখ এর আগে কখনো করেননি। এমন অ্যাকশন সিনে তাকে কখনো দেখা যায়নি। আর দারুণ বডি বানিয়েছেন তিনি।
সিনেমাটি নিয়ে আলিয়া ভাটও পোস্ট করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, সত্যি বলতে, আর কোনো সিনেমার জন্য এতটা আগ্রহে ছিলাম না কখনো। পাঠান নিয়ে আরো বেশকিছু মত এসেছে বলিউডের গুরুত্বপূর্ণ অভিনেতা ও সমালোচকদের কাছ থেকে। অনিল কাপুর তার টুইটে লিখেছেন, পাঠান কেবল একটি সিনেমা নয়, একটি আবেগের নাম। শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দ স্ক্রিনে জাদু দেখিয়েছেন। বলিউডের বিখ্যাত ও প্রভাবশালী সমালোচক অনুপমা চোপড়া লিখেছেন, ৩২ বছর পর শাহরুখ খান একজন সত্যিকার অ্যাকশন হিরো হয়ে উঠেছেন। আর এ অপেক্ষা সার্থক হলো। এর বাইরে বিশাল দাদলানি পাঠানের মুক্তি উদযাপন করেছেন। ওটিটিতে বিখ্যাত হয়ে ওঠা নির্মাতা রাজ অ্যান্ড ডিকেও শাহরুখ খান ও পাঠান টিমকে অভিনন্দন জানিয়েছেন। পাঠানকে ঘিরে রীতিমতো উৎসব চলছে ভারতজুড়ে। থিয়েটারের বাইরে সিদ্ধার্থ আনন্দকে ঘিরে দর্শকের উচ্ছ্বাসও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এদিকে অপ্রীতিকর ঘটনাও থেমে নেই। ইন্দোরে বজরং দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন হলের বাইরে পাঠানের পোস্টার ছেঁড়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সকালের শো বাতিল করা হয়। কিন্তু এসবের মধ্যে চলছে পাঠানের জয়যাত্রা।
সিনেমাটি নিয়ে সুরেশ কাডেল ও তরণ আদর্শ তাদের রিভিউ জানিয়েছেন। ইতিবাচক রিভিউ পাওয়ার কারণে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরো বাড়ছে। ভারতের নানা স্থানে সকালের শো বাদে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তাই সব মিলিয়ে ধারণা করা হচ্ছে বহু রেকর্ড ভাঙবে পাঠান।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।