শাহরুখকেও হটিয়ে দিচ্ছেন নোলান!

শাহরুখ

বিনোদন ডেস্ক : খোদ ভারতেই শাহরুখ খানকে হারিয়ে দিলেন ক্রিস্টোফার নোলান! এত দিন ভারতের সবচেয়ে দামী তারকা ছিলেন কিং খান।

শাহরুখ

বাদশাহর মতোই হয়েছে তার প্রত্যাবর্তন। ‘পাঠান’ বিশ্বে ১১০০ কোটি রুপির ব্যবসা করেছে। জওয়ান মুক্তির আগে বিশ্বে ভাইরাল। নোলান আসতেই সব জলাঞ্জলি। আপাতত তার আগামী ছবি ‘ওপেনহেইমার’ হট কেকের মতো বিকোচ্ছে। তা শোটি হোকা রাত ১২টা হোক বা ভোর ৩টায়। সব শো-এর টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যাচ্ছে। সমস্ত শো আগাম হাউসফুল!

কী আছে ‘ওপেনহেইমার’-এ? হলিউড বলছে, পদার্থবিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারের জীবন এবং আবিষ্কার তুলে ধরবে এই ছবি। রবার্ট বিশ্বে পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত। কিভাবে তিনি এই বোমা তৈরি করেছিলেন? তৈরির পর প্রথম নিক্ষেপের আগে কতটা দ্বিধায় ভুগেছিলেন? সবটাই ধরা থাকছে এই ছবিতে। ওপেনহাইমারের এই বোমা জাপানের হিরোসিমা, নাগাসাকিতে নিক্ষেপ করা হয়েছিল। জীবন্ত ধ্বংস হয়ে গিয়েছিল দুটি শহর। এই ধ্বংসলীলা স্তব্ধ করে দিয়েছিল মানব সভ্যতাকে।

বিশ্বসেরা মিষ্টি খাবারের তালিকায় ভারতীয় তিন ডেজার্ট

নোলান নিজেও ছবিটি নিয়ে প্রচণ্ড আশাবাদী। হলিউড বলছে, বাজেট এবং অভিনয়ের দিক থেকে ‘ওপেনহেইমার’ তার শ্রেষ্ঠ ছবি হতে চলেছে। ইতিমধ্যেই মুম্বইয়ের সপ্তাহান্তের শো হাউসফুল। টিকিটের সর্বোচ্চ দাম আড়াই হাজারের উপরে। ২১ জুলাই বিশ্বে মুক্তি পাচ্ছে ছবিটি। ভারত বলছে, সময় যত এগিয়ে আসবে টিকিটের দাম নাকি আরো চড়বে।
সূত্র : আজকাল