চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ভালো নেই বলিউডের কিং খান। এমতাবস্থায় দেশে চিকিৎসা সম্ভব না হওয়ায় আমেরিকার পথে উড়াল দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম টাইম নাও ও জুম টিভি এ তথ্য নিশ্চিত করেছে।

শাহরুখ খান

এদিকে বেশ কিছুদিন বলিউড বাদশাহ দিন-রাত সবসময়ই সানগ্লাস পরে থাকতে দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ। গত সোমবার (২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে যান চিকিৎসা করাতে। কিন্তু সেখানে আশানুরূপ ফল না পাওয়ায় মঙ্গলবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

এর আগে গত মে মাসে আইপিএলের খেলা চলাকালীন সময়ে অতিরিক্ত গরমে ‘হিটস্ট্রোক’ হয় শাহরুখ খানের। সে সময় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বলিউডে যে তিন অভিনেতা রণবীরের প্রধান প্রতিদ্বন্দ্বী

প্রসঙ্গত, পাঠান, জওয়ান ও ডাঙ্কি নামে সম্প্রতি ভক্তদের তিনটি সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। আগামীতে তাকে দেখা যাবে ‘কিং’ সিনেমায়।