বিনোদন ডেস্ক : খারাপ সময়ের পাশ কাটিয়ে বীরদর্পে পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এ মুহূর্তে ‘পাঠান’-এর সাফল্য চুটিয়ে উপভোগ করছেন শাহরুখ খান। বক্স অফিসের অঙ্ক বলছে, শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি ‘পাঠান’।
১০০০ কোটির গণ্ডি পার করে এখনও ছুটে চলেছে সিনেমাটি। শাহরুখকে নিয়ে ধন্য ধন্য করছে ইন্ডাস্ট্রিও। কেননা, বলা যায় ফ্লপের ভারে ভরাডুবি পরিস্থিতিতে দোল খাচ্ছিল বলিউড। কিন্তু পাঠান যেন মরা গাঙে জোয়ার ফিরিয়েছে। এদিকে শাহরুখ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন ‘রা.ওয়ান’ পরিচালক। জানালেন একটা সময় গোটা ইন্ডাস্ট্রি নাকি কোণঠাসা করতে চেয়েছিল শাহরুখকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রা.ওয়ান যখন রিলিজ হয় সবাই ফ্লপ ছবির তকমা লাগিয়ে দেয় সিনেমাটির পাশে। সেই সময়টায় ইন্ডাস্ট্রির সবাই চেয়েছিল শাহরুখ ব্যর্থ হোক। তারা এত বড়মাপের ছবি দেখে ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি বলে জানান নির্মাতা অনুভব সিনহা।
মুক্তির অপেক্ষায় রয়েছে অনুভব সিনহা পরিচালিত চলচ্চিত্র ‘ভীড়’। এই ছবিতে করোনাকালীন লকডাউনে (২০২০) পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার বাস্তব চিত্র ধরা পড়েছে। সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে রাজকুমার রাও, ভূমি পেডনেকার, দিয়া মির্জার এই ছবির ট্রেলার। বাস্তবধর্মী ছবি করার জেরেই পরিচিতি অনুভবের। সামাজিক ইস্যুভিত্তিক ছবি তৈরিতে ওস্তাদ এই পরিচালক।
২০১১ সালে মুক্তি পাওয়া সাই-ফাই ছবি ‘রা.ওয়ান’ সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় সিনেমা ছিল। ছবির ভিএফএক্সের কাজ ছিল চমকে দেয়ার মতো। প্রথমবার সুপারহিরোর ভূমিকায় শাহরুখ! তবে ছবি চলেনি। অনুভবের কথায়, বলিউড ইন্ডাস্ট্রি নাকি চেয়েছিল শাহরুখ ব্যর্থ হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।