শাহরুখ আগেই বলেছিলেন রণবীরের জেল হতে পারে, ঝড় উঠলো নেট দুনিয়ায়

শাহরুখ

বিনোদন ডেস্ক : রণবীর সিংহকে নিয়ে কথা উঠেছিল আগেও। তখনও অনাবৃত ফোটোশ্যুটের মতো দুঃসাহসী পদক্ষেপ করেননি তিনি। কর্ণের সঙ্গে কফির আড্ডায় শাহরুখ খান বলেছিলেন, রণবীর যদি কখনও গ্রেফতার হন তা হলে তা পোশাক-আশাকের জন্যই। বহু পুরনো সেই ভিডিও ক্লিপ ভাইরাল হতে রণবীর-বিতর্ক উস্কে উঠল আবার।

শাহরুখ

‘কফি উইথ কর্ণ’-এ সে বার অতিথি ছিলেন শাহরুখ খান। কর্ণ জোহরের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে বাদশাকে বলতে শোনা যায়, “পোশাক পরা বা না পরা দুটির মধ্যে যে কোনও একটি কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে।” সেই কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে। অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ।

‘কফি উইথ কর্ণ’-এ সে বার অতিথি ছিলেন শাহরুখ খান। কর্ণ জোহরের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে বাদশাকে বলতে শোনা যায়, “পোশাক পরা বা না পরা দুটির মধ্যে যে কোনও একটি কারণে রণবীরকে থানায় যেতে হতে পারে।” সেই কথাই মিলে গেল অক্ষরে অক্ষরে। অশ্লীলতার দায়ে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে ডেকে পাঠায় মুম্বই পুলিশ।

শিশুকে যেভাবে ঘরের কাজ শেখাবেন

এক ফ্যাশন পত্রিকার জন্য নিরাবরণ হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফোটোশ্যুট করেছিলেন রণবীর। জুলাই মাসে এমন এক গুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল চর্চা। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ।

এই পরিস্থিতিতে শাহরুখের পুরনো ভিডিও সামনে আসায় আবারও আগুনে ঘি পড়ল।