বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের জন্য মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি জিতেছেন অসংখ্য পুরস্কার। বিশ্বের শীর্ষ ধনী অভিনয়শিল্পীদের মধ্যে একজন তিনি। চলতি বছর দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করে। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ। ভারত থেকে একমাত্র তার নামই রয়েছে এ তালিকায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে শাহরুখ খানের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শাহরুখের সব সম্পত্তির মধ্যে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এ বাড়িটি অন্যতম। মজার বিষয় হলো, কেউ যুক্তরাষ্ট্রে সফর করলে, শাহরুখ খানের বিলাসবহুল বাড়িতে রাত্রিযাপন করতে পারবেন। কিন্তু এজন্য তাকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে।
আর্কিটেকচারাল ডাইজেস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সান্তা মনিকা, রোডিও ড্রাইভ এবং পশ্চিম হলিউড থেকে হেঁটে শাহরুখের বেভারলি হিলসে অবস্থিত বাড়িতে যেতে সময় লাগে ৫ মিনিট। মূলত, এ বাড়িতে অবসর যাপন করে থাকেন বলিউড বাদশা। তবে চাইলে আপনিও বাড়িটিতে রাত্রিযাপন করতে পারবেন। এজন্য আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে ১ লাখ ৯৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৭ হাজার টাকার বেশি।
শাহরুখ খানের এ বাড়িতে ৬টি বেড রুম রয়েছে। তা ছাড়া রয়েছে একটি বিস্তৃর্ণ জ্যাকুজি, সুইমিং পুল, একটি টেনিস কোর্ট।
দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে ভক্তদের। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার ‘জওয়ান’ সিনেমা। এটি মুক্তির পর বক্স অফিস কাঁপাচ্ছে। বলা যায়, ‘জওয়ান’ ঝড়ে ভুগছেন সিনেমাপ্রেমীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।