কবে আসছে শাহরুখের ডানকি, জানেন না তাপসী

তাপসী পান্নু

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের সাথে রাজকুমার হিরানির আসন্ন সিনেমা ডানকিতে অভিনয় করেছেন তাপসী পান্নু। সোমবার ভক্তদের সাথে ইনস্টাগ্রামে আড্ডা দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

তাপসী পান্নু

‘আস্ক মি অ্যানি থিং’ নামের ওই সেশনে তিনি ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

ডানকি কবে আসছে সেই প্রশ্ন এসেছিল স্বাভাবিকভাবে। কারণ সম্প্রতি ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া শাহরুখের আরেক সিনেমা জওয়ানের প্রিভিউও এরইমধ্যে ঝড় তুলেছে।

তাপসী ডানকির মুক্তির ব্যাপারে বলেছেন, ‌‘আমি কেবল জানি এই সিনেমায় আমি কয়েকদিন শ্যুটিং করেছি। আর এর বেশি জানতে চাইলে আপনাদের উচিত রাজকুমার হিরানির সাথে যোগাযোগ করা, তিনিই সিনেমাটির পরিচালক। আমার মনে হয় একমাত্র তিনিই জানেন ঠিক কখন কোনটা ঘটবে এবং সিনেমার ফার্স্টলুক কখন আসবে। আমি কেবল শ্যুটিংয়ে গেছি আর ফিরে এসেছি। আমি এই সিনেমার অংশ হতে পেরে সুখী।’

১২টি লক্ষণে বুঝবেন ছেলে নাকি মেয়ে হবে, যা অনেকেই জানেন না

এখনো ডানকি মুক্তির আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

সূত্র: এনডিটিভি