বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা জন আব্রাহাম। ‘বলিউড কিং’খ্যাত শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, তিনি শাহরুখের কাছে ঋণী, কারণ আজকে তার যে অবস্থান এর পেছনে কিং খানের অবদান রয়েছে।
জন আব্রাহাম বলেন, ‘শাহরুখ খানের কথা কী বলবো, তার জন্যই আমি আজকের অবস্থানে, কারণ আমি যখন মডেলিং শুরু করি সেই সময় একটি শোয়ের বিচারক ছিলেন শাহরুখ। সুতরাং, শাহরুখ খানের কাছে আমি ঋণী। সম্ভবত, তার কাছে সেটি অন্য কোনো শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালনের মতোই ছিল। কিন্তু তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি খুবই চমৎকার একজন ব্যক্তি।’
২০১৮ সালে শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমাটি মুক্তি পায়। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারো সিনেমা জগতে ফিরলেন তিনি। জন আব্রাহাম ছাড়াও এই সিনেমায় আছেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এদিকে জন অভিনীত সর্বশেষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সত্যমেভ জয়তে টু’, ‘অ্যাটাক’। তবে এগুলো বক্স অফিসে খুব বেশি সাড়া ফলতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।