শাহরুখের খালি গায়ের ছবি নিয়ে স্ত্রী গৌরির রসিকতা

গৌরি খান

বিনোদন ডেস্ক : খালি গায়ে একটি সোফায় আধ শোয়া বলিউড অভিনেতা শাহরুখ খান। তার সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট। মাথায় বড় বড় চুল। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেতা। শাহরুখ খান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন; তাতে এমন রূপে দেখা যায় তাকে।

গৌরি খান

ছবিটির ক্যাপশনে শাহরুখ খান জুড়ে দিয়েছেন একটি গানের কয়েকটি চরণ। পাশাপাশি লিখেছেন, ‘আমার শার্ট। আমিও পাঠানের জন্য অপেক্ষা করছি।’ প্রিয় অভিনেতার ছবিতে মজেছেন নেটিজেনরা। একদিনে ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৩০ লাখ।

শুধু নেটিজেনরাই নন, এ ছবি নিয়ে রসিকতায় মেতেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খানও। এ পোস্টে তিনিও মন্তব্য করেছেন। গৌরি লিখেছেন, ‘ওহ গড! মানুষটা এখন নিজের জামার সঙ্গেও কথা বলতে শুরু করেছে।’ গৌরি খানের এই মন্তব্য মন কেড়েছে নেটিজেনদের। তার মন্তব্যে প্রায় ছয় শত কমেন্ট করেছেন শাহরুখ ভক্তরা।

সহকর্মীর সঙ্গে সর্ম্পক, কর্মক্ষেত্রে ঝুঁকি এড়াতে যা করবেন

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন এই বলিউড বাদশা। এতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে এটি। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।