বিনোদন ডেস্ক : ‘পাঠান’র পর আসছে ‘জওয়ান’ ঝড়। যেখানে গা ভাসিয়েছেন বাংলাদেশিরাও। আর এবার এই ধাক্কাটা আরও বেশি লাগবে কারণ ভারতের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এর কারণে বাংলাদেশি একটি গ্রুপ বুকিং দিয়েছে পুরো একটি প্রেক্ষাগৃহের একটি শো।
‘জওয়ান’- এর প্রথম শো দেখতে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বুকিং দিয়েছে তারা। ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ থেকে এই বুকিং করা হয়েছে।
খবরটি নিশ্চিত করেছেন যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু।
তিনি বলেন, “আমরা ‘জওয়ান’ সিনেমার প্রতিদিন ১৫টি শো চালাব। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।”
গ্রুপের এডমিন এবং বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী বলেন, ‘এই প্রথম বাংলাদেশি শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য গোটা একটি থিয়েটার বুক করল। এর মাধ্যমে আমরা প্রিয় নায়ককে বার্তা দিতে চাই যে, বাংলাদেশে তার কত ভক্ত আছে।’
‘জওয়ান’ নিয়ে চটলেন ঝন্টু, প্রযোজক নেতাদের দেখে নেওয়ার হুঁশিয়ারি‘জওয়ান’ নিয়ে চটলেন ঝন্টু, প্রযোজক নেতাদের দেখে নেওয়ার হুঁশিয়ারি
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।