বিনোদন ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত নায়িকা নুসরত জাহান। তার ব্যাক্তিগত জীবন হোক কি কর্মজীবন, সবকিছু নিয়েই বেশ কাটাছেঁড়া চলতে থাকে। বিশেষ করে রাজনীতিতে পা দেওয়ার পর থেকে বিতর্কে নিজেই যেন ঘি ঢেলেছেন তিনি। সম্প্রতি আবারও শিরোনামে এসেছেন তিনি।
এবার অবশ্য তার জামাকাপড় বা চিরাচরিত কাজের কারণে লাইমলাইটে আসেননি তিনি। কলকাতাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাকি তারকাদের সাথে সেখানে উপস্থিত ছিলেন নুসরত জাহানও। কে থাকেননি সেখানে, অমিতাভ বচ্চন থেকে শুরু করতে বলিবাদশা শাহরুখ খান , প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেখানে।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে যেন চাঁদের হাট বসেছিল। নুসরতের সামনেই উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ থেকে অমিতাভ বচ্চনের মত তারকারা। যদিও বাদশার সাথে গল্প করার সুযোগ হয়নি তার। কিন্তু এবার এক অন্য প্রসঙ্গ উঠে এসেছে সেই নিয়ে।
এবার একেবারে নতুন লুকে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিলেন অভিনেত্রী। নায়িকার পোস্ট দেখে রীতিমত চমকে গেলেন অনুরাগীরা। আসলে শাহরুখ খানের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ নিজেই মিটিয়ে নিলেন সোশ্যাল মিডিয়াতে। কিং খানের সুপারহিট ছবি ‘ম্যায় হুঁ না’র নায়িকা সুস্মিতা সেনের মত করে সাজিয়ে নিলেন নিজেকে।
নুসরতের পরণে ছিল লাল শাড়ির সঙ্গে টিউব টপ। আর তার ওপর হালকা মেকআপের সাথে খোলা চুল । আসলে এবং নকল সুস্মিতা সেনের মধ্যে পার্থক্য করাই দায় হয়ে পড়ে। এক্কেবারে শাহরুখের হিরোইন লাগছিল তাকে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, “লাল শাড়ি এসআরকের গান আর স্বপ্নপূরণের সময়”। এদিকে এই ক্যাপশনটিই জল্পনা বাড়িয়েছে।
অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে যে, এবার কি তবে শাহরুখ খানের সাথে জুটি বাঁধতে চলেছেন নুসরত? অনেকে অবশ্য তাকে ট্রোল করতেও ছাড়েননি। এমতাবস্থায় অনেকে কটাক্ষও শানিয়েছেন। সমালোচকদের কথায় , বলিউডে ডাক পাওয়ার কারণেই নাকি ‘পাঠান’ বিতর্কে শাহরুখের হয়ে গলা ফাটিয়েছিলেন তিনি। যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি নুসরত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।