বিনোদন ডেস্ক : শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। মাঝে মধ্যেই ভক্তদের জন্য প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন শাহরুখ। ‘পাঠান’ মুক্তির আগে ফের টুইটারে ‘আস্ক মি এনিথিং’ পর্বে অংশ নিলেন কিং খান। ১৫ মিনিটের এই অংশগ্রহণে অনুরাগীদের নানা কৌতূহলের জবাব বলিউড বাদশা।
এসময় এক ভক্ত শাহরুখ খানকে প্রশ্ন করেন, এ সিনেমায় ‘পাঠান’ কাকে চুমু খাবে? জবাবে শাহরুখ খান বলেন— ‘‘পাঠান’ কাউকে চুমু খায় না। ‘পাঠান’ এখানে কিক করতে এসেছে।’’ আরেক ভক্ত প্রথম দিনে প্রথম শোয়ের দুটি টিকিট চান শাহরুখের কাছে। জবাবে শাহরুখ বলেন, ‘টিকিট তো আপনি আপনার জন্য কিনবেন।’
শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান মুক্তির পর তৈরি হয় বিতর্ক। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ রাজ্যের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এসব ঘটনার পর জল অনেক দূর গড়িয়েছে। তবু বন্ধ হয়নি বিতর্ক।
দীর্ঘ দিন পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফিরছেন শাহরুখ খান। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আরো অভিনয় করেছেন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।