বিনোদন ডেস্ক : ২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে বলিউড বাদশা শাহরুখ খানের। এক ক্যালেন্ডারেই দুইটি ব্লকবাস্টার সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন কিং খান। ‘পাঠান’ দিয়ে দীর্ঘ চার বছর ফিরেই বক্স অফিসে ঝড় তোলেন। তার সর্বশেষ সিনেমা ‘জওয়ান’। এটিও সুপার হিট তকমা পেয়েছে। সিনেমা দুটি দিয়ে দুই হাজার কোটির বেশি বক্স অফিস কালেকশন এনেছেন বি টাউনের বাদশা।
বছরের সর্বশেষ চমক হিসেবে দিন কয়েক বাদেই মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘ডানকি’ সিনেমা। যে ছবির প্রচারে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন কিং খান। সম্প্রতি সিনেমাটির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন এ অভিনেতা।
যেখানে ভক্তদের সঙ্গে সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন শাহরুখ। ওই আলাপচারিতায় ডানকিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন এই তারকা।
শুধু তাই নয়, শাহরুখের ভাষায়- পাঠান ও জওয়ান তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ডানকি তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।
শাহরুখ খান বলেন, ‘জওয়ান বানানোর সময় ভেবেছিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু বানাইনি। এরপর আমি ডানকি প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের।’
বলিউড বাদশা আরো বলেন, ‘পাঠানের সময় অনেক মানুষ অনেক কিছু বলেছে। অনেকেই লিখেছে, শাহরুখ এসব কি ধরনের চরিত্র করছে! তখন ভেবেছি, আমার এমন কিছু করা উচিত, যা মন থেকে আসবে। পাঠান দিয়ে বছর শুরু করেছিলাম, যেটি ছিল আমার নারী ভক্তদের জন্য। আর বছর শেষ করছি ডানকি দিয়ে, যেটা বানিয়েছি সম্পূর্ণ নিজের জন্য। আমার বিশ্বাস, সিনেমাটি সবাইকে গভীরভাবে ছুঁয়ে যাবে, অনুপ্রাণিত করবে এবং হাসাবে।’
মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে ‘ডানকি’ সিনেমার গল্প। কারণ, তাদেরই ‘ডানকি’ বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে। জীবনের সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।