বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’ ঘিরে রেখেছে মুম্বাই পুলিশ। শনিবার (২৬ আগস্ট) থেকে মান্নাতের বাইরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের বাংলো মান্নাতের সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তাদের অভিযোগ, বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলোতে কাজ করছেন, যা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।
শাহরুখ খান ‘এ২৩’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মডেল হয়েছেন। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর এ কারণে শাহরুখের ‘মান্নাত’-এর সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন। তবে মুম্বই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের সরানো হলেও ফের সমস্যা শুরু হতে পারে— এ আশঙ্কা থেকে মান্নাতের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উরফি জাভেদের বেডরুমের ছবি ভাইরাল, যার সঙ্গে বিছানায় ঘুমাচ্ছেন অভিনেত্রী
আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কৃষচন্দ্র আদল বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামে একটা গেম খেলে। কেউ যদি বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেলে, তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অথচ বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ঠিক নয়। কিন্তু তারা অর্থ পাচ্ছেন বলে প্রচার করছেন। আমরা চাই, এই বিজ্ঞাপনগুলো বন্ধ করা হোক। এই অ্যাপগুলো অবৈধ।’ তবে এ বিষয়ে এখনো শাহরুখ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।