কিলি পলের নাচে মুগ্ধ শাহরুখ খান, ভাইরাল ভিডিও

কিলি পল শাহরুখ খান

বিনোদন ডেস্ক : তানজিনিয়ার কিলি পল ও তাঁর বোন নিমা পলকে কে না চেনেন! সোশ্যাল মিডিয়ায় তাঁরা কোনও ভিডিও পোস্ট করলেই, মুহূর্তে সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশি ও ভারতীয়দের পছন্দের রিলের তালিকায় তাঁরা থাকবেনই।

কিলি পল শাহরুখ খান

কারণ এরইমধ্যে নানা জনপ্রিয় গানে নিখুঁত লিপসিঙ্ক করে দর্শক মাতিয়েছেন এই দুই কনটেন্ট ক্রিয়েটর। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘জওয়ান’ ছবির বিখ্যাত গান ‘রামাইয়া ভাস্তাভাইয়া’!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিলি ও নিমাকে দেখা যায় গানটিতে কোমর দোলাতে। নেটমাধ্যমে সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। এমনকি তা নজর কেড়েছে স্বয়ং শাহরুখ খানের। ‘রামাইয়া’ গানে নেচে তিনি যেমন ফ্যানদের মন জয় করে নিয়েছেন, এবার সেই একই ছন্দে নেচে নেটিজেনদের প্রশংসা কুড়ালেন কিলি পলও।

রিয়াজ নামের এক নেটিজেন এক্স হ্যান্ডেলে কিলি ও নিমার ভিডিও পোস্ট করে শাহরুখ খানের কাছে জানতে চান, কেমন লাগল? সেই পোস্টের জবাব দিয়েছেন কিং খান। মুগ্ধতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। অসাধারণ। ওরা খুবই ভালো।’

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ বিজয়ী কত টাকা পুরস্কার পেলেন?

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মাত্র ১৮ দিনেই বিশ্বব্যাপি হাজার কোটির ব্যবসা করে ফেলেছে এটি। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ।