শাহরুখকে ‘জওয়ান’ লুকে দেখে উচ্ছাস সালমানের

শাহরুখ

বিনোদন ডেস্ক : শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবির টিজার। টিজার মুক্তির মাধ্যমে এই ছবির মুক্তি ও নাম ঘোষণা করলেন শাহরুখ। টিজারে দেখিয়েও দিলেন শাহরুখ ফুরিয়ে যায়নি।

শাহরুখ

‘জওয়ান’র দেড় মিনিটের টিজারে শাহরুখের লুক দেখে চমকে গেছে ভক্তরা। যেখানে শাহরুখকে দেখা গেছে পুরো ভিন্ন এক অবতারে। এই আলোচিত লুক দেখে দারুণ এক মন্তব্য করেছেন সালমান।

ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করেছেন সালমান। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জওয়ান ভাই প্রস্তুত আছেন।’ শাহরুখ-সালমানের বন্ধুত্ব সম্পর্কে সবার জানা। গত বছর শাহরুখের ছেলে আরিয়ান মাদক মামলায় জড়ানোর পর ছায়ার মতো শাহরুখের পাশে ছিলেন সালমান। সেই সময় থেকে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে।

দক্ষিণী সিনেমার ৯টি মিথ্যে আমরা সত্য বলে মনে করি

ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে রয়েছে দক্ষিণের নায়িকা নয়নতারা। এই ছবিসহ আগামী বছর চারটি ছবি মুক্তি পাবে শাহরুখের। যার ভেতর তিনটি ছবিতে শাহরুখকে দেখা যাবে প্রধান চরিত্রে অভিনয় করতে। যেগুলো হলো ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’। এছাড়াও শাহরুখকে দেখা যাবে সালমান খানের ‘টাইগার’ সিরিজের ছবিতেও।