বিনোদন ডেস্ক : ২০১৮ সালের পর বড় পর্দায় আসেননি শাহরুখ। আপাতত ‘পাঠান’-এর শ্যুট সারছেন অভিনেতা। সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবির কাজের জন্য বিদেশেও উড়ে গিয়েছিলেন দুই তারকা। প্রিয় অভিনেতাকে দেখার জন্য মুখিয়ে রণবীর। তাঁর কথায়, “আমি ওকে প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি। পর্দায় ফের ওকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
একই ইন্ডাস্ট্রিতে কাজ করেন দু’জন। মুখোমুখি হয়েছেন অজস্র বার। হয়েছে আড্ডা, মস্করাও। তবু যেন ‘বাদশা’কে নিয়ে ঘোর কাটতে চায় না রণবীর সিংয়ের (Ranveer Singh)। তাই সুযোগ পেলেই খুলে বসেন তারিফের পসরা।
গিয়েছিলেন নিজের ছবির প্রচারে। সেখানেও গিয়েও শাহরুখ খানের নাম জপলেন দীপিকার স্বামী। কিং খানের নামের সঙ্গে অনায়াসে জুড়ে দিলেন ‘মহান’, ‘বিনোদন জগতের পথপ্রদর্শক’-এর মতো ভারী ভারী বিশেষণ।
শাহরুখকে নিয়ে রণবীর বলেন, “শাহরুখ নিজের যে মল তৈরি করেছে সেখানে আমরা আমাদের দোকান চালাচ্ছি। যথাযথ কারণেই ওকে ‘কিং’ বলে সম্বোধন করা হয়। কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক বা লাইভ অনুষ্ঠান, সব কিছুতেই ও দৃষ্টান্ত স্থাপন করে। ভারতের বিনোদন ক্ষেত্রকে শাহরুখই সফল করে তুলেছে।”
২০১৮ সালের পর বড় পর্দায় আসেননি শাহরুখ। আপাতত ‘পাঠান’-এর শ্যুট সারছেন অভিনেতা। সেই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবির কাজের জন্য বিদেশেও উড়ে গিয়েছিলেন দুই তারকা। প্রিয় অভিনেতাকে দেখার জন্য মুখিয়ে রণবীর। তাঁর কথায়, “আমি ওকে প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি। পর্দায় ফের ওকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
শাহরুখ-পুত্রের গ্রেফতারির কারণে যদিও থেমেছিল ছবির শ্যুটে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ছেলেকে বাড়ি এনেই ফের কাজে লেগে পড়েন শাহরুখ। আপাতত সব বিতর্ক থেকে দূরে এই ছবি নিয়েই ব্যস্ত তিনি।
অন্য দিকে, ১৩ মে মুক্তি পাবে রণবীরের ‘জয়েশভাই জোরদার’। এক বাবার তাঁর অনাগত কন্যাসন্তানকে বাঁচিয়ে রাখার লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। এই ছবির উদ্দেশ্য কন্যাভ্রূণ হত্যার প্রতিবাদ। প্রচার ঝলকে ইউএসজি-র মাধ্যমে লিঙ্গ নির্ধারণের দৃশ্য দেখানোয় আইনি জটিলতায় জড়িয়েছিল ছবিটি।
‘জয়েশভাই জোরদার’-এ রণবীরের বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’খ্যাত শালিনী পাণ্ডেকে। এ ছাড়াও রয়েছেন বোমান ইরানি, রত্না পাঠক শাহের মতো শিল্পীরা।
রণবীরকে শেষ দেখা গিয়েছিল কবীর খান পরিচালিত ‘৮৩’-তে। ১৯৮৩ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয়ের আখ্যানকে তুলে ধরা হয় এই ছবিতে। রণবীরকে দেখা গিয়েছিল ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায়। বক্স অফিসে যদিও বিশেষ সাড়া ফেলতে পারেনি এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।