বিনোদন ডেস্ক : শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে একজন। সিনেমার দর্শক সংখ্যা আর আয়ের দিক থেকেও তিনি অন্যতম। টেলিভিশন থেকে সিনেমায় তার আগমন, হয়েছেন বলিউড বাদশা, কিং অব রোমান্স।
আজকের এ অবস্থানে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। মায়ের কারণেই তিনি আজকের শাহরুখ খান। অবলীলায় তা স্বীকারও করেছেন একাধিকবার। জীবনের ৫৮ বসন্ত পার করেছেন বলিউড বাদশা। যে সিনেমাগুলো শাহরুখ খানকে ‘বলিউড বাদশা’র তকমা দিয়েছে আজকে জানাব সেগুলো নিয়েই কিছু তথ্য।
বাজিগর: যারা নাইনটিজ কিড, তাদের কাছে শাহরুখ খান মানেই বাজিগর। আব্বাস মাস্তানের পরিচালনায় কাজলের বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। হলিউডের ‘এ কিস বিফোর ডাইয়িং’ সিনেমা অবলম্বনে তৈরি করা হয়েছিল বাজিগর। যেকোনো মূল্যে প্রতিশোধ নিতে চাওয়া এক যুবককে ঘিরে তৈরি হয়েছিল সিনেমাটি গল্প। মুক্তির পর শ্রেষ্ঠ অভিনেতার ক্যাটাগরিতে ফিল্ম ফেয়ার পুরস্কার ঘরে তুলেছিলেন শাহরুখ।
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে: বলিউডের সবচেয়ে সফল রোম্যান্টিক সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এখানেও শাহরুখের বিপরীতে কাজল। শ্রেষ্ঠ অভিনেতার পাশাপাশি ১০টি বিভাগে ফিল্মফেয়ার জিতেছিল সিনেমাটি।
সুন্দর রোমান্টিক গল্পের সিনেমা ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। একটি রোড ট্রিপ থেকে ছেলে মেয়ের কাছে আসা এবং একজনের প্রতি আরেকজনের দূর্বলতা- এভাবেই এগিয়ে যায় গল্প। বলিউডে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার রেকর্ড গড়েছে সিনেমাটি। ব্যবসায়িক সফলতার পাশাপাশি শাহরুখকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’।
করন-অর্জুন: ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান অভিনীত আরো একটি ব্লকবাস্টার সিনেমা ‘করন-অর্জুন। পুনর্জন্ম নিয়ে নির্মিত সিনেমাটিতে সালমান-শাহরুখকে একসঙ্গে দেখা গিয়েছিল। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তারা। শাহরুখের বিপরীতে কাজল। সিনেমাটির কিছু দৃশ্য এবং সংলাপ এখনো বলিউড সিনেমাপ্রেমীদের কাছে আইকনিক।
কুছ কুছ হোতা হ্যায়: ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা কুছ কুছ হোতা হ্যায়। এখানেও শাহরুখ খানের বিপরীতে কাজল। পার্শ্ব চরিত্রে ছিলেন রানি মুখার্জি। সালমান খানকে দেখা গিয়েছিল বিশেষ একটি চরিত্রে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পর আরো একবার কাজলের সাথে শাহরুখে স্ক্রিন রোমান্স মুগ্ধ করেছিল দর্শকদের। বলিউডের অন্যতম সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় স্থান করে নেয় ‘কুছ কুছ হোতা হ্যায়’। বক্স অফিসে সফলতার পাশাপাশি জাতীয় পুরষ্কারসহ একাধিক পুরষ্কার ঘরে তুলেছিল সিনেমাটি।
দেবদাস: সঞ্জয় লীলা বানসালী যখন ‘দেবদাস’ সিনেমা নির্মাণের ঘোষনা দেন তখন অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। এর আগে বলিউডে এই চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার। কিন্তু সবার শঙ্কাকে উড়িয়ে দিয়ে সিনেমাটিতে নাম ভূমিকায় শাহরুখ খান। আরও একবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছিল শাহরুখ খান। ঐশ্বরিয়ার বিপরীতে শাহরুখে ট্র্যাজিক চরিত্র তার বলিউড বাদশা হিসেবে গ্রহণযোগ্যতা বাড়িয়েছিল।
এরপর কাল হো না হো, স্বদেশ, চাক দে ইন্ডিয়া, মাই নেইম ইজ খান, মহাব্বাতে, দিলতো পাগল হে, ম্যা হু না, সিনেমাগুলোও শাহরুখকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। হিটের পাশাপাশি ফ্লপ সিনেমাও যুক্ত হয়েছে শাহরুখের লম্বা ক্যারিয়ারে। তবে এসব ছাপিয়ে পাঠান, জওয়ান দিয়ে দূর্দান্ত কামব্যাক করেছেন বি-টাউনের রোমান্স কিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।