দীপিকায় মশগুল শাহরুখ খান

শাহরুখ-দীপিকা

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে অভিনয়ে এসেছেন দীপিকা পাড়ুকোন। তারপর দেখতে দেখতে ১৬ বছর কেটেছে। কিন্তু শাহরুখের সঙ্গে তার মনের বন্ধন অটুট। বলিউড বাদশার লেটেস্ট রিলিজ ‘জাওয়ান’-এ ক্যামিও চরিত্র করেও নয়নতারাকে ছাপিয়ে গিয়েছেন দীপিকা। সম্প্রতি সিনেমার বাইরে একফ্রেমে বন্দী হয়েছেন বলিউডের অন্যতম হিট জুটি।

শাহরুখ-দীপিকা

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হয়েছে ১৪১ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি অধিবেশন। ভারতীয় স্পোর্টসের উজ্জ্বল নক্ষত্র নীরজ চোপড়া থেকে রণবীর-আলিয়ারা হাজির ছিলেন এদিনের উদ্বোধনী মঞ্চে। এদিনই অনুষ্ঠানের ফাঁকে গল্পে মশগুল অবস্থায় দেখা গেল দীপিকা ও শাহরুখকে।

শাহরুখ খানের ভ্যারিফায়েড ফ্যান পেজে পোস্ট করা সে ভিডিওতে দেখা যায় করতালির ফাঁকে ইশারায় বার্তালাপ চলছে দুজনের। প্যান স্যুট পরিহিত দীপিকা এদিন সেজেছিলেন মিনিমাল সাজেই। টেনে বাঁধা চুল সঙ্গে কাল স্টিলেটো আর হিরের দুলে একদম বস লেডি রূপ ধরা দিলেন এদিন।

এদিকে এসময় শাহরুখ-দীপিকার সিটের ঠিক পিছনের সারিতে বসেছিলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। একটা সময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা। প্রেম ভাঙলেও জুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকী ব্রেকআপের পরেও এক ছবিতে কাজ করতে পিছপা হননি তারা।

বাজার কাঁপাতে আসছে টিভিএস এর নতুন বাইক, যেমন মাইলেজ তেমনই ফিচার

‘জাওয়ান’-এর সাফল্যের পর ডাঙ্কি নিয়ে ব্যস্ত শাহরুখ। অন্যদিকে সদ্য বিদেশে ফাইটার-এর শ্যুটিং শেষ করে ফিরেছেন দীপিকা। এই ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।