সুযোগ পেলেও দীপিকার সঙ্গে প্রেম করবেন শাহরুখ

বিনোদন ডেস্ক : ‘বাস্তবে সুযোগ পেলেও কখনও দীপিকার সঙ্গে প্রেম করবেন না’– ঠিক এ কথাই বলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

তাঁর মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেছেন অনেকেই। কেননা, এ অভিনেতা নিজেই দীপিকাকে অভিনয় ক্যারিয়ারের ‘লাকি চার্ম’ বলে থাকেন। জুটি বাঁধার পর প্রতিটি ছবিই ঝড় তুলেছে বলিউড বক্স অফিসে। পর্দায় তাদের প্রেমের রসায়নেও মুগ্ধ কোটি দর্শক। এত কিছুর পরও দীপিকাকে নিয়ে বলিউড বাদশাহর এমন মন্তব্য মানতে পারছেন না কেউ।

পেশাদারি সম্পর্ক ছাড়া শাহরুখ কি তাঁর সহ-অভিনেত্রীকে একেবারেই পছন্দ করেন না? এ প্রশ্ন যখন চারদিকে ঘুরছে, তখন এর জবাব মিলেছে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে। যেখানে পরিচালক ও সঞ্চালক করণ জোহর মজা করে তাঁকে প্রশ্ন করেছিলেন, দীপিকা না সোনম– সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করবেন?

এর উত্তরে শাহরুখ মজা করেই বলেছেন, “আমি ওদের দু’জনের সঙ্গেই প্রেম করতে রাজি হতাম, যদি ‘কফি উইথ করণ’-এ ওদের পর্বটা না দেখতাম।” যেখানে দীপিকা বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেমিকের নিন্দায় মেতেছিলেন। এ কারণেই দীপিকার সঙ্গে প্রেমে আপত্তি।