‘জওয়ান’ ছবিতে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়? জানলে অবাক হয়ে যাবেন

জওয়ান

বিনোদন ডেস্ক : ২০২৩-এ শাহরুখের ঝুলিতে একের পর এক ছবি। দক্ষিণী তারকা বিজয় কত দর হাঁকলেন শাহরুখের সঙ্গে কাজ করার জন্য?

জওয়ান

বলিউডের ‘বাদশা’ ফিরছেন বড়সড় ধমাকা নিয়ে। ২০১৮-য় ‘জিরো’ মুক্তির পর পেরিয়ে গিয়েছে চার-চারটি বছর। বড় পর্দার ধারেকাছে দেখা যায়নি শাহরুখ খানকে। এই চার বছরের বিরতি সুদে-আসলে তুলতেই একসঙ্গে তিন-তিনটি ছবি নিয়ে ফিরছেন কিং খান। সেই তিনের মধ্যে একটি ছবি দক্ষিণী পরিচালক আতলির। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে।

তামিল চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত অভিনেতা এবং প্রযোজক বিজয়। এই ছবিতে খলনায়কের চরিত্রে তাঁকে দেখবেন দর্শক। জানেন কি এই ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন বিজয়? শুনলে সত্যিই চমকে যাবেন।

আগে প্রতি ছবিপিছু বিজয়ের পারিশ্রমিক ছিল ১৫ কোটি টাকা। কিন্তু তাঁর অভিনীত ছবি ‘বিক্রম’–এর আকাশছোঁয়া সাফল্যের পর অভিনেতার পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বেশ কয়েক কোটি। শাহরুখ অভিনীত ‘জওয়ান’-এ বিজয় তাঁর পারিশ্রমিক হেঁকেছেন ২১ কোটি টাকা।

একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী জয়া প্রদাকে এখন চেনাই যাচ্ছেনা

বড় পর্দায় কিং খান বনাম বিজয় সেতুপতি— জোরদার লড়াই দেখতে চলেছেন দর্শকরা। এই ছবিতে শাহরুখ, বিজয় ছাড়াও প্রথম বার কিং খানের সঙ্গে জুটিতে দেখা যাবে দক্ষিণী নায়িকা নয়নতারাকে।