বিনোদন ডেস্ক : যে কোনো ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লক্ষ করলে দেখা যায়, শাহরুখের উজ্জ্বল উপস্থিতি। কিন্তু কখনও খেয়াল করেছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরাবরই অনুপস্থিত আমির খান।
যদিও এতদিন বিষয়টি সবার নজরে আসেনি যে, ঠিক কোন কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমির খানকে দেখতে পাননি দর্শকরা। তবে এবার তা অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে ভক্তদের কাছে।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) প্রেক্ষাগৃহে ২৭ বছর পূর্ণ করে শাহরুখের ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটি। সকাল থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে তাদের নস্টালজিয়ার কথা নেটদুনিয়ায় ভাগ করে নিতে শুরু করে। যার মাধ্যমে বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ একটি তথ্য।
সিনেপ্রেমীদের অজানা নয় যে, নব্বইয়ের দশক থেকে আমির খান বলিউডের কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। যার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে শাহরুখ খানকে।
এর কারণ অবশ্য বেশ জোরালো। ১৯৯৪ সালে ‘বাজিগর’ ছবির জন্য সেরা অভিনেতার ‘ফিল্মফেয়ার’ পুরস্কার পান শাহরুখ। ওই একই বছরে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’ ছবির জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আমির খানও। কিন্তু পুরস্কার পাননি।
এরপর ঠিক দু’বছর পর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। ‘রঙ্গিলা’ ছবির জন্য আমিরের সেরা অভিনেতার পুরস্কারের মনোনয়ন থাকলেও শেষে ফের বাজিমাত করেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার নিজের ঝুলিতে পোরেন তিনি।
আর এ ঘটনার পর থেকেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মিস্টার পারফেকশনিস্ট। তাই অ্যাওয়ার্ডকেই শাহরুখ-আমিরের পুরনো শত্রুতার জন্য দায়ী হিসেবে ধরে নিয়েছেন বোদ্ধারা।
বর্তমানে বলিউডে শাহরুখ-আমিরের মধুর সম্পর্ক দর্শকরা দেখলেও আসলে তা পুরোটাই শুধু সৌজন্যের খাতিরে। প্রকৃত অর্থে, কর্মজীবনে কাজের প্রতিযোগিতার কারণে তাদের সম্পর্কে তৈরি হয়েছে সীমাহীন দূরত্ব।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।