শাহরুখ-সালমানদের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমিশা

আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর পর্দায় ফিরেই দারুণ সাফল্য উপভোগ করছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি তার চলচ্চিত্র ‘গাদার ২’ মুক্তি পেয়েছে। সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল ও আমিশা প্যাটেল।

আমিশা প্যাটেল

২০০০ সালে তার প্রথম চলচ্চিত্র ‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে খ্যাতির স্বাদ পেয়েছিলেন আমিশা। হৃতিক রোশনের সঙ্গে তার বড় আত্মপ্রকাশের পর আমিশা সানি দেওলের সঙ্গে ‘গাদার’-এ হাজির হন, যা আরেকটি বিশাল হিট চলচ্চিত্র। কিন্তু এরপর ক্যারিয়ার খুব একটা এগিয়ে নিতে পারেননি অভিনেত্রী। তবে এর কারণ হিসেবে নিজের কিছু ভুলের কথাই স্বীকার করলেন আমিশা।

জানালেন, শাহরুখ-সালমানদের বড় বড় সিনেমা তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ই-টাইমসের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে আমিশা জানান, তিনি শাহরুখ খান অভিনীত ‘চালতে চালতে’, সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্না ভাই এমবিবিএস’ এবং সালমান খান অভিনীত ‘তেরে নাম’-এর মতো চলচ্চিত্রগুলোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আমিশা বলেন, ‘অনেক চলচ্চিত্র ছিল, যা আমি করতে পারিনি। তারিখের সমস্যার কারণে আমি সেগুলো প্রত্যাখ্যান করেছি।

তখন বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে আমি যুক্ত ছিলাম।’ ২০০০-এর দশকের গোড়ার দিকে আমিশা ‘হামরাজ’, ‘মঙ্গল পাণ্ডে : দ্য রাইজিং’, ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। পরে তাকে যশরাজ ফিল্মসের ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক’ সিনেমায় একটি ক্যামিওতে দেখা যায়। এ ছাড়া ‘রেস’-এর মতো চলচ্চিত্রেও পার্শ্বচরিত্রে ছিলেন তিনি।

ছোট পোশাকে ভোজপুরি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

তবে দীর্ঘ সময় ধরে অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন এই তারকা। সম্প্রতি আর্থিক জালিয়াতির মামলায় আদালতেও হাজির হতে হয়েছে তাকে। তবে মামলায় জামিন পেয়েছেন আমিশা। এবার ‘গাদার ২’ দিয়ে আবারও বলিউডে বড়সর প্রত্যাবর্তন করলেন তিনি।

সূত্র : পিঙ্কভিলা