বিনোদন ডেস্ক : তাঁর মুখে প্রেমের কথা শুনে যাঁরা পলকে মন দিয়েছিলেন, সেই শাহরুখ পর্দার আড়ালেও ঠিক ততটাই সৎ। তিনি কাউকে কথা দিলে যে সেই কথা রাখতে জানেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সে ১০ বছর হোক না কেন, শাহরুখের কথার খেলাপ হয় না।
তিনি শাহরুখ। তিনি বলিউড বাদশা। তিনি কথা দিলে কথা রাখেন। স্বপ্নের হিরোর প্রতি এই আস্থা রয়েছে শত শত মহিলা ভক্তের। তাঁর মুখে প্রেমের কথা শুনে যাঁরা পলকে মন দিয়েছিলেন, সেই শাহরুখ পর্দার আড়ালেও ঠিক ততটাই সৎ। তিনি কাউকে কথা দিলে যে সেই কথা রাখতে জানেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সে ১০ বছর হোক না কেন, শাহরুখের কথার খেলাপ হয় না।
যেমন হল না দক্ষিণী অভিনেত্রী নয়নতারার ক্ষেত্রে। নয়নতারা, দক্ষিণী দুনিয়ার বাইরে প্রথম পা রাখা শাহরুখ খানের হাত ধরে। ২০২৪ সালে তিনি জিতে নিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। যে প্রাপ্তী তাঁর দীর্ঘ ২০ বছরে হয়নি। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় সেই ছবির প্রতিটা মুহূর্তে।
শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে সকলরে মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে জানেন কি শাহরুখ খান নয়নতারাকে ১০ বছর আগেই দিয়েছিলেন এই কথা। শাহরুখ খান নয়নতারাকে বলেছিলেন তিনি একদিন নয়নতারার সঙ্গে একটি ছবি করবেন, তাঁকে বলিউডে আনবেন। তেমনটাই করেন। জওয়ান ছবিতে এই জুটিকে দেখে চমকে গিয়েছিলেন সকলে। আর সেই ছবি নয়নতারার হাতে তুলে দেয় দাদা সাহেব ফালকে।
যাকে বলে ‘ডাবল ধামাকা’, রানী-মোনালিসার দুর্দান্ত নাচে ঝড় উঠল পুরুষ-হৃদয়ে
মঞ্চে দাঁড়িয়ে এদিন নয়নতারা বলেন, ”২০ বছর, ৭৫টা ছবি পেড়িয়ে আজ আমি এখানে। এটা সত্যি খুব বিশেষ মুহূর্ত আমার কাছে, এই পুরস্কার হাতে পাওয়া। আর সব থেকে বড় কথা এই পুরস্কার শাহরুখ খানের হাত থেকে পাচ্ছি। আমি আজ সমস্ত প্রযোজক, সহকর্মী, পরিচালক সকলকে ধন্যবাদ জানাই, তাঁদের জন্য আজ আমি এখানে।
আর যাঁর সাপোর্ট ছাড়া আমি এখানে আসতে পারতাম না, তাঁরা হলেন আমার পরিবার। আমার দুই সন্তান আছে। আমায় একটু সময় দিন, কারণ আমি কাঁপছি। এটা প্রথম বছর যখন আমি যোগ দিয়েছি, এটা প্রথম বছর যখন আমি এই সম্মান পাচ্ছি। এত কিছু করার পর আজ আমার কাছে এটা নতুন বলে মনে হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। জওয়ান ছবিকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ।” এরপর তিনি দক্ষিণী ভাষাতেও ধন্যবাদ জানিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।