ছেলে আব্রামের পেছনে মাসে যত খরচ হয় শাহরুখের

ছোট ছেলে আব্রামের সঙ্গে শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খানের পাশাপাশি তার সন্তানদের নিয়েও কৌতুহলের শেষ নেই ভক্তদের। দাম্পত্য জীবনে শাহরুখ ও গৌরী তিনটি সন্তানের বাবা-মা। আরিয়ান, সুহানা ও আব্রাম। তিনজনই বাবা-মায়ের খুব আদরের। তবে ছোট সন্তান হওয়ায় আব্রামের আদরের ভাগটা যেন একটু বেশি।

ছোট ছেলে আব্রামের সঙ্গে শাহরুখ

গত ২৭ মে ছিল আব্রামের ১১তম জন্মদিন। পরিবারের সবার চোখের মণি সে। আব্রামকে সবসময় নিজের সঙ্গে রাখার চেষ্টা করেন শাহরুখ। তাই নেটদুনিয়ায় এই স্টারকিডকে নিয়ে আকর্ষণও বেশি। তবে জানেন কি, ছোট ছেলে আব্রামের পেছনে মাসে কত টাকা খরচ করেন শাহরুখ?

ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে পড়ে আব্রাম। এই স্কুলে আব্রামের মাসিক বেতন ১ লাখ ৭০ হাজার রুপি। এ ছাড়াও লেখাপড়ার বিষয়ে বছরে ছেলের পেছনে ২৫ লাখের বেশি খরচ করে থাকেন শাহরুখ। স্কুল ছাড়াও ছেলের গ্রুমিংয়ের জন্যও একাধিক আয়োজন রয়েছে অভিনেতার।

জানা গেছে, বিলাসবহুল সব ধরনের সুবিধায় আচ্ছন্ন রাখা হয় আব্রামকে। গৌরী থেকে শুরু করে সুহানা-আরিয়ান, সবার বিশেষ নজর রয়েছে পরিবারের ছোট্ট এই সদস্যের ওপর। বর্তমানে লেখাপড়া নিয়েই ব্যস্ত আব্রাম।

সন্তানদের লেখাপড়া ও ক্যারিয়ার নিয়ে ভীষণ সচেতন শাহরুখ-গৌরী। শিগগিরই লেখক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখপুত্র আরিয়ান। ইতোমধ্যে বলিউডে অভিষেক করে ফেলেছেন মেয়ে সুহানাও।

এবার সালমানের সঙ্গে বাহুবলীর ‘কাটাপ্পার’ টক্কর

এখন এটাই দেখার পালা, ছোট্ট আব্রাম বড় হয়ে অভিনয় জগতে পা রাখবে নাকি অন্য বিষয়ে নিজের ক্যারিয়ার গড়বে। তবে ছেলের ইচ্ছা যা-ই হোক, শাহরুখ যে তার জন্য সবকিছু করতে প্রস্তুত, সেটা বলাই বাহুল্য। শুধু আব্রাম নয়, আরিয়ান-সুহানার প্রতিও একই মনোভাব শাহরুখের। সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়তে কোনো কিছুতেই কমতি রাখতে চান না এই তারকা দম্পতি।

সূত্র: টিভি নাইন