ভক্তদের চমকে দিলেন শাহরুখ, ভাইরাল ভিডিও

শাহরুখ

বিনোদন ডেস্ক : শেষ হচ্ছে শাহরুখ ভক্তদের অপেক্ষার প্রহর। শুরু হয়ে গেছে কাউন্টডাউন আর মাত্র কয়েক ঘণ্টা। এরপর দীর্ঘ বিরতি শেষে ‘পাঠান’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় দেখা যাবে বলিউড বাদশাকে।

শাহরুখ

আর এই কাউন্টডাউনের মাঝেই রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চমকে দিলেন শাহরুখ তার ভক্তদের। শাহরুখের বাড়ির সামনে প্রতিদিনই ভিড় জমান অসংখ্য ভক্তরা। রোববারও এর ব্যতিক্রম কিছু ছিল না। আর সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে শাহরুখ তার বাড়ি মান্নাতের বারান্দায় হাজির হন।

ব্লু ডেনিম আর ঘন সবুজ শার্ট পড়ে শাহরুখের আচমকা এন্ট্রি দেখে ভক্তরা বেজায় খুশি। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ তার ভক্তদের হাত নেড়ে চুমু ছুড়ে দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘সবাইকে ধন্যবাদ এত দারুণ একটা রোববারের সন্ধ্যা উপহার দেয়ার জন্য। দুঃখিত, কিন্তু আশা করি লাল গাড়ির মানুষেরা নিজেদের সুরক্ষা বেল্ট বেঁধে নিয়েছিলেন। টিকিট বুক করে নিন । এরপরে আপনাদের সঙ্গে আমার ওখানেই দেখা হবে।’

আর বিশেষ মুহূর্তের ভিডিও শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও শেয়ার করেছেন। আর সেই সঙ্গে লিখেছেন, ‘হ্যাপি সানডে, পাঠানের প্রতি ভালোবাসা’।

শাহরুখ কোনোভাবেই চাচ্ছেন না তার সিনেমা ‘পাঠান’ এর পাশে ফ্লপের তকমা লাগুক। ইতোমধ্যেই প্রথম দিনের ৩ লক্ষাধিক টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। যার মূল্য প্রায় ১৪ কোটি রুপি।

‘পাঠান’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এই সিনেমায় দর্শকরা আবারও শাহরুখ ও দীপিকাকে দেখতে পাবেন। সিনেমায় ভিলেন রূপে ধরা দেবেন জন আব্রাহাম।

টুইটার অ্যাকাউন্ট ফেরত পেলেন কঙ্গনা