বিনোদন ডেস্ক : ‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। দীর্ঘ পাঁচ বছর বিরতি পর গত বছর বলিউডের বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেন এ অভিনেতা। তিনটি সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছিলেন। ‘জওয়ান’ এবং ‘পাঠান’ তো বিশ্বজুড়ে প্রায় ২০০০ কোটি টাকার উপর আয় করেছিল। ‘ডাংকি’ সিনেমাটিও ভালো ব্যবসা করেছিল।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে ৬ হাজার কোটি রুপির বেশি সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন শাহরুখ খান। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ভারতের শীর্ষ ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৬ হাজার ৩০০ কোটি রুপি।
এরপরেই রয়েছেন সালমান খান, তার মোট সম্পত্তি হলো ২ হাজার ৯০০ কোটি রুপির। তিন নম্বরে অবস্থানে থাকা অক্ষয় কুমার ২ হাজার ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। আমির খান ১ হাজার ৮৬২ কোটি রুপির সম্পত্তির মালিক। জোসেফ বিজয় ৪৭৪ কোটি রুপির সম্পত্তির মালিক। অন্যদিকে রজনীকান্তের আছে ৪৩০ কোটি রুপির সম্পত্তি।
‘পুষ্পা’খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের মোট সম্পত্তির হিসাব হলো ৩৫০ কোটি রুপি। প্রভাসের ২৪১ কোটি রুপির সম্পত্তি আছে। অজিত কুমারের আছে ১৯৬ কোটি রুপির সম্পত্তি। এবং দশম স্থানে আছেন কমল হাসান। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।