বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখের সাফল্য ও অর্জনের তালিকা কতটা সুউচ্চ তা অনেকেরই জানা। কিন্তু এই শাহরুখকেই একদিন দুঃসময়ের মাঝে কাটাতে হয়েছে।
২০২৩ সাল দুর্দান্ত সফলতায় ছিলেন শাহরুখ। সে বছর পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল তার, যা বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলে। এর আগে ৪ বছর দীর্ঘ সময় একরকম গৃহবন্দি অবস্থায় কেটেছিল শাহরুখের। মূলত ‘জিরো’ ছবির পর থেকে পর পর ব্যর্থতা দেখেছেন শাহরুখ, যে ছবিতে হাত দিয়েছেন, সেটাই ব্যর্থ!
এমন অবস্থায় নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করেন শাহরুখ। দোষারোপ করতে থাকেন নিজেকে। শাহরুখের মনে হতে শুরু করে, এই বিশ্বের কেউ তার সাফল্য দেখতে চান না বলেই এমন দুঃসময় দেখছেন তিনি। সে জন্য নাকি স্নানঘরে নিজেকে আটকে রাখতেন বলিউড বাদশাহ, কাঁদতেনও সেখানে।
সম্প্রতি দুবাইয়ের ‘গ্লোবাল ফ্রেট সামিট’-এ উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের জীবনে ওঠাপড়া নিয়ে মুখ খোলেন তিনি। শাহরুখের কথায়, ‘আমি আছি, তখন এটা অনুভব করতেই ঘৃণা হতো। সেই সময় এমনও হয়েছে, আমি একা স্নানঘরে কেঁদেছি। যদিও আমি সেটা কাউকে বুঝতে দেই নি। কারণ, সেই সময়টায় আমি নিজের প্রতি করুণায় ডুবে থাকতাম।’
শাহরুখ আরও বলেন, ‘তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে নয়, এই বিশ্ব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনও নয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা কোনোভাবে খারাপ করে ফেলেছেন। আর এটা ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে। হতাশার মুহূর্তে, আমি নিজেকে নিজেই বলেছি, চুপ করো, এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।