বিনোদন ডেস্ক : একটা সময় বলিপাড়ায় চাউর— পর্দায় পাওয়ার কাপল অভিনেত্রী কাজল ও বাদশাহ শাহরুখ খান। বিশ্বাস হতে কষ্ট হলেও এটিই সত্যি— বাদশাহ শাহরুখ খান মোটেও পছন্দ করত না কাজলকে। এখানেই শেষ নয়, তিনি নাকি চাননি বি-টাউনে কাজল প্রতিষ্ঠিত হোক। তার জন্য রীতিমতো নিন্দা করতেও পিছু পা হননি তিনি। ঠিক কী ঘটেছিল!
তখন পুরোদমে চলছে ‘বাজিগর’ ছবির শুটিংয়ের কাজ। একের পর এক প্যাক্ট শিডিউল মাঝে হঠাৎ একদিন আমির খানের ফোন আসে শাহরুখ খানের কাছে। তখন আমিরের পরবর্তী ছবির জন্য কাজলকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কাজলকে নিয়ে ফিটব্যাক নিতেই তিনি ফোন করেছিলেন শাহরুখকে।
আর মুহূর্তে শাহরুখ জানিয়ে দিয়েছিলেন, কাজলের সঙ্গে কাজ করা যায় না। সে কাজে একেবারেই ফোকাস নয়। ভাবা যায়, যে জুটিকে পর্দায় দেখার জন্য হাজার হাজার দর্শক মুখিয়ে থাকেন, সেই শাহরুখ, কাজলকেই নাকি বাতিলের তালিকায় রেখে দিয়েছিলেন। এক কথায় জানিয়ে দিয়েছিলেন, আমির যেন কাজলের সঙ্গে কাজ না করে।
এরপর কাজলের সঙ্গে যখন ছবি হিট হয়, তখন শাহরুখ খান নিজেই বাজিগর দেখে তড়িঘড়ি ফোন করেছিলেন আমিরকে। জানিয়ে দিয়েছিলেন— পর্দায় আমাদের কেমিস্ট্রি অদ্ভুতভাবে কাজ করছে। সেদিন কাজলের প্রতি শাহরুখের ধারণা বদলায়। আর তারপর থেকে পাল্টে যায় সব সমীকরণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।