ফের বিয়ে করলেন শাহরুখের পাকিস্তানি নায়িকা

শাহরুখ

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখের ‘রইস’ ছবির অভিনেত্রীর স্বামীর নাম সেলিম করিম। তিনি পেশায় ব্যবসায়ী।

শাহরুখ

বিয়েতে প্যাস্টেল রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় মাহিরাকে। পরেছিলেন হীরার গহনা। সেলিম করিমের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি।

অভিনেত্রীর ম্যানেজার আনুষা তালহা খান ইনস্টাগ্রামে মাহিরা এবং সেলিমের বিয়ের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে পাকিস্তানি অভিনেত্রীকে সেলিম করিমের দিকে হেঁটে যেতে দেখা যায়। আর মাহিরাকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেলিম। মাহিরাও আবেগতাড়িত হয়ে পড়েন।

মাহিরা খান

মাহিরা ও সেলিমের বিয়ে হয়েছে পাকিস্তানের মুরিতে। তাদের ডেসটিনেশন ওয়েডিং-এ উপস্থিত ছিলেন কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা।

যে কারণে শিশিরের চোখে সাকিব ‘মীরজাফর’

এক সাক্ষাৎকারে মাহিরা প্রথম তার এবং সেলিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এ সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৫ সালে ভেঙে যায় মাহিরা-আলীর সংসার।

সূত্র: হিন্দুস্তান টাইমস