শাহরুখের বিয়ে বাড়ির লুক

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : দীর্ঘ ৭ বছর প্রেমের পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও তামিল ছবির পরিচালক-প্রযোজক Vignesh Shivan। ৯ জুন রুপকথার বিয়ের সারবেন এই তারকা জুটি। বিয়ের আগে সাংবাদিক সম্মেলনে Vignesh জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতেই নতুন জীবন শুরু করবেন তাঁরা। কিন্তু তাঁদের বিয়ের অনুষ্ঠানে বলিউডের বাদশা ওরফে শাহরুখ খান বিশেষ অতিথি হিসাবে আসবেন সে কথা কিন্তু মোটেই বলেননি Vignesh Shivan।
শাহরুখ খান
৯ জুন সকালবেলাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গিয়েছেন কিং খান। পূজা দাদলানির ইনস্টাগ্রামে উঁকি মারলেই দেখা যাচ্ছে হালকা রং-এর ব্লেজার আর চোখে সানগ্লাস দিয়ে Vignesh-Nayanthara-এর বিয়ের আসরে পৌঁছেছেন কিং খান।

প্রথমে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে এই তারকাযুগলের বিয়ের আসর বসার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার কারনে বদলে যায় বিয়ের ভেনু। তাই চেন্নাইয়ের কাছে Mahabalipuram-এর plush resort -এ বসেছে হাইভোলটেজ এই বিয়ের আসর। সকাল ৮টা বেজে ৩০ মিনিটেই শুরু হয়ে গিয়েছে বিয়ে।

দক্ষিণী সেলেব জুটির বিয়ের থিম ‘ethnic pastels’। আগামীকাল অর্থাৎ ১০ জুন শুক্রবার হবে এই তারকা জুটির গ্র্যান্ড রিসেপশন। তবে এই স্টার কাপলের বিয়েতে শাহরুখের আসার একটা আভাস পাওয়া যাচ্ছিল। অবশেষে ৯ জুন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রকাশ্যে এল কিং খানের বিয়েবাড়ির সাজ।

২০২৩ সালের ২ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাবে Atlee Kumar-এর আগামী ছবি ‘Jawan’। বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। কোস্টারের বিয়েতে আসবেন না তাই আবার হয় নাকি! প্রথমবার বড় পর্দায় এই জুটিকে দেখতে উদগ্রীব হয়ে রয়েছে শাহরুখ ভক্তরা। সদ্য়ই কোভিড থেকে সুস্থ হয়েছেন বলি সুপারস্টার শাহরুখ খান।

এক ছবিতে সারা, জাহ্নবী, অনন্যা