স্পোর্টস ডেস্ক : ফের বোমা ফাটালেন দানিশ কানেরিয়া। পাকিস্তানের সাবেক এই স্পিনার আগেও বহুবার পাকিস্তানি দলে ধর্মীয় বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার দানিশ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন।
সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে কথোপকথনের সময় কানেরিয়া অভিযোগ করেছেন যে আফ্রিদি একজন ‘মিথ্যাবাদী’। কানেরিয়ার অভিযোগ, ‘শহীদ আফ্রিদি তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন কারণ তিনি একজন ভিন্ন ধর্মের ছিলেন এবং পাকিস্তানি ক্রিকেট দলের হয়ে খেলেন।’
কানেরিয়া বলেন, ‘শোয়েব আখতারই প্রথম ব্যক্তি যিনি আমার সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেছেন। আমি তাকে স্যালুট জানাই, কারণ আমি ভিন্ন ধর্মের হওয়ার কারণে দলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে তিনিই সেটা প্রথম বলেছিলেন। তবে এরপর অনেক কর্তৃপক্ষের চাপে তিনি এ বিষয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘তিনি চাননি আমি দলে থাকি। তিনি একজন মিথ্যাবাদী, একজন প্রতারক… কারণ তিনি একজন চরিত্রহীন মানুষ ছিলেন। যাইহোক, আমার ফোকাস শুধুমাত্র ক্রিকেট খেলা এবং আমি এই সব চালচলন মনোযোগ দিইনি। শহীদ আফ্রিদিই একমাত্র ব্যক্তি যিনি বাকি খেলোয়াড়দের কাছে গিয়ে আমার বিরুদ্ধে উসকানি দিতেন। আমি ভাল করছিলাম এবং সে আমাকে হিংসা করত। আমি গর্বিত যে আমি পাকিস্তানের হয়ে খেলেছি। আমি এই জন্য কৃতজ্ঞ।’
যদিও আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ তোলা কানেরিয়ার ক্যারিয়ার বিতর্কিত। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ হন তিনি। এ নিয়ে কানেরিয়া পিসিবিকে অনুরোধ করে বলেন, ‘আমি পিসিবিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করতে চাই যাতে আমি আমার কাজ করতে পারি। এমন অনেক ফিক্সার আছে যাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। আমি জানি না কেন আমার সাথে একই আচরণ করা হচ্ছে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।