জাহিদ ইকবাল : যাত্রাবাড়ী জুলাই শহীদ পরিবারের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাগ্রত জুলাই সংসদ–এর আহ্বায়ক ডা. এম মাহিদুল ইসলাম জিহাদ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং জুলাই বিপ্লবে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তব্যে ডা. এম মাহিদুল ইসলাম জিহাদ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে জুলাই শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে শুধু একটি অধ্যায় নয়, এটি ন্যায়, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে অবিচল প্রতিরোধের এক চিরন্তন দৃষ্টান্ত। শহীদদের রক্তের বিনিময়ে যে চেতনার জন্ম হয়েছে, তা কোনো নির্দিষ্ট সময় বা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা একটি ন্যায়ভিত্তিক, মানবিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা।
তিনি শহীদ পরিবারগুলোর সীমাহীন ত্যাগ, বেদনা ও দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে বলেন, একজন শহীদের আত্মদান কখনোই সংখ্যায় বা পরিসংখ্যানে মাপা যায় না। একটি পরিবারের জীবনে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়, তা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্বে অনুভব করতে হবে। শহীদ পরিবারগুলোর সম্মান, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল দায়িত্ব নয়—এটি আমাদের নৈতিক ও ঐতিহাসিক দায়।
মতবিনিময় পর্বে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা তাঁদের হৃদয়ের কথা, কষ্ট, প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরেন। ডা. জিহাদ অত্যন্ত মনোযোগ ও সহানুভূতির সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন এবং দৃঢ় আশ্বাস দেন যে, জাগ্রত জুলাই সংসদ সবসময় শহীদ পরিবারগুলোর পাশে থাকবে।
তিনি বলেন, শহীদদের মর্যাদা রক্ষা ও পরিবারগুলোর ন্যায্য দাবি আদায়ে জাগ্রত জুলাই সংসদ আপসহীন ভূমিকা পালন করবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


