জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যারা রাজনৈতিক সচেতন রয়েছেন তাদের প্রত্যেককে এ দায় রয়েছে। তারা যে স্বপ্ন নিয়ে রাস্তায় এসেছিল সে স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।
তারা কোনো প্রাপ্তির জন্য রাস্তায় নামেননি, নিজের পদ-পদবীর জন্য আসেনি, তারা এসেছিল দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য, তাদের সন্তানের ভালোর জন্য নেমে এসেছিল। এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মেলিতভাবে নিতে হবে। এটা একজন-দুইজনের কাজ না।
বুধবার (৫মার্চ) সকালে দেবিদ্বার উপজেলা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যলয়ে মাঠে ৫ আগস্টে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজায় এসে তিনি এসব কথা বলেন।
হাসনাত আরও বলেন, সামাদ ভাইয়েরা যে স্বপ্ন লালন করে দেবিদ্বারে আন্দোলনে নেমেছে আমরা সে স্বপ্ন পূরণ করতে একটি ফ্যাসিবাদমুক্ত দেবিদ্বার গড়তে হবে। আমরা নিহত সামাদ ভাইয়ের পরিবারের দায়িত্ব নিচ্ছি। ওনার পরিবারকে জুলাই ফাউন্ডেশন ও সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন অনুরোধ জানাচ্ছি।
এসময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসনাত খাঁন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দীন ইলিয়াসসহ সর্বস্তরের মানুষ।
পরে আবদুস সামাদ জানাজা শেষে তার পারিবারিক অবস্থানে দাফন সম্পন্ন করা হয়।
গত বছরের ৫ আগস্ট দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। গত সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel