বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহিদ কাপুর। একসাথে সিনেমা করার পর তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে চর্চাও চলে বহুদিন কিন্তু সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
তাদের সম্পর্ককে দুই পরিবারও এতে সম্মতি দিয়েছিলেন। অনুরাগীদের পছন্দের জুটি ছিলেন তারা। কিন্তু ভুল বোঝাবুঝির পর দুজন দুজনার দুটি পথ বেছে নেন।
তবে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণটা হয়তো আজও অনেকেরই অজানা। বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জাব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শহিদের বিচ্ছেদ ঘটে।
তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউই তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খোলেননি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল।
কারিনার কথায়, শহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শহিদ কথা বলা বন্ধ করে দিতেন। রাতের পর রাত ফোনও করতেন না।
তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই।
এদিকে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা সাধারণত শহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি। তবে প্রাক্তনের প্রতি এখনও শুভকামনা রয়েছে কারিনার।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.