শহিদ পরিবারের ভাতা কত হবে জানা যাবে বুধবার

Dr Yunus

জুমবাংলা ডেস্ক : চলতি সপ্তাহেই শুরু হবে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এর জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম। ইতোমধ্যে ১০০ কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

Dr Yunus

এ সময় তিনি প্রত্যাশা করেন দেশে ও প্রবাসের সবাই এখানে ডোনেশন দিবেন। এদিকে শহিদ পরিবারের ভাতা কত হবে তা আগামীকাল বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানা যাবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ।

এর আগে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও ছাত্র আন্দোলনে শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে।

জীবন বদলে দিতে পারে স্টিফেন হকিংয়ের এই ১০ উক্তি

তিনি আরও জানান, এ ফাউন্ডেশনের জন্য সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। যার নিবন্ধনও করা হয়েছে। এই ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে কাজী ওয়াকার আহমেদকে। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যুক্ত হবেন বলেও তিনি জানান।