বিনোদন ডেস্ক : বক্স অফিস ব্যাপারটা এখন অনেকটা পুরনো ধারণায় চলে যাচ্ছে। বরং ওটিটি প্ল্যাটফর্মের দাপটে সিনেমাহল থেকে মোবাইল স্ক্রিনেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য দর্শকরা। আর তাই তো ওটিটিতে বাজিমাত করাটাই এখন নতুন চ্যালেঞ্জ বলিউডের কাছে। আর এই চ্যালেঞ্জে জিতে গেলেন শাহিদ কাপুর ও বিজয় সেতুপতি।
এ নিয়ে ভারতীয় সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, ওরমাক্স মিডিয়ায় সমীক্ষা অনুযায়ী, সব সিরিজকে হারিয়ে ওটিটিতে সেরা শাহিদ-বিজয়ের অভিনীত ‘ফারজি’। সমীক্ষা থেকে পাওয়া তথ্য বলছে, ৩ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে সিরিজটি।
এই সিরিজ দিয়েই বলিউডে পা রাখেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। প্রথম বলিউড সিরিজ দিয়েই মাত করলেন এই অভিনেতা।
গত ১০ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিরিজটিতে শাহিদ-বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়, কে কে মেনন, রাশি খান্না, ভুবন অরোরা, অমল পালেকর, রেজিনা কাসান্দ্রা ও কুবরা সৈতসহ অনেকেই। এটি পরিচালনা করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকে।
সিরিজের গল্পে দেখা যায়, শাহিদ কাপুর চিত্রশিল্পী সানির চরিত্রে অভিনয় করেছেন। সানি তার কাজের স্বীকৃতি না পেয়ে একসময় নকল নোট তৈরি করতে শুরু করেন। বিপরীতে দেশকে জাল টাকামুক্ত করার জন্য উঠে পড়ে লাগেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা মাইকেল। এই মাইকেল চরিত্রে ধরা দিয়েছেন দক্ষিণী তারকা বিজয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।