বলিউডের দুই তারকা শাহরুখ খান এবং অজয় দেবগণ। দু’জনেরই কেরিয়ার শুরু নয়ের দশক থেকে। তিন দশক পরেও প্রথম সারিতে নিজের জায়গা বজায় রাখতে পেরেছেন দু’জনেই। দুই তারকার মধ্যে মিল বিস্তর। কিন্তু কখনওই তাঁরা ‘বন্ধু’ হতে পারেননি প্রতিযোগিতা ছাপিয়ে।
শোনা যায়, নানা কারণে নাকি একে অপরের থেকে দূরত্ব বজায় রাখেন শাহরুখ এবং অজয়। শোনা যায়, ২০১২ সালে একই সঙ্গে অজয়ের ‘সান অব সর্দার’ এবং শাহরুখের ‘যাব তাক হ্যায় জান’। তারপর থেকেই নাকি বেড়ে যায় তিক্ততা। এ বিষয়ে যদিও কখনও সরাসরি কথা বলেননি শাহরুখ বা অজয়।সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় জানান, নয়ের দশকে যারা একসঙ্গে কেরিয়ার শুরুস করেন, তারা প্রত্যেকেই এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন। বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পাশেও দাঁড়ান তারা।
শাহরুখের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অভিনেতা বলেন, আমাদের দুজনকে নিয়ে যা ইচ্ছে তাই লেখা যেতে পারে। কিন্তু আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। আমরা ফোনে কথা বলি।
আমাদের মধ্যে সব ঠিক আছে। যখনই একজনের কোনও সমস্যা হয়, অন্যজন পাশে থাকে। আমরা একে অপরকে বিশ্বাস করি। পাশে থাকার আশ্বাস দিলে পাশে থাকি। আমাদের কোনও সমস্যা নেই।
অজয়ের উত্তর, অনেক সময় এ ধরনের বিতণ্ডার খবর তৈরি করা হয়। শুধু যে সংবাদমাধ্যমই এই কাজ করে, তা নয়। বিভিন্ন ক্ষেত্রে অন্ধ ভক্তরাও এই কাজগুলি করে থাকেন। এই বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।
দুই তারকার ভক্তরা নিজেদের মধ্যে মারপিট করলে মানুষ ভাবে তারকারাও মারপিট করছেন। আমি অনুরাগীদের অনুরোধ করব যাতে তারা ঝামেলা করবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।