শাহরুখের আচরণ নিয়ে মুখ খুললেন ইরফানপুত্র বাবিল

শাহরুখ খান

বিনোদন ডেস্ক : ইরফান খানের ছেলে এবং অভিনেতা বাবিল খান সম্প্রতি ‘বিল্লু বারবার’-এর সেটে শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার কথা স্মরণ করেছিলেন। শাহরুখ খানকে দেখে বাবিল জানিয়েছেন সেই দিনের আবেগীয় মুহূর্তের ঘটনা।

শাহরুখ খান

বাবিল বলেন, বলিউড বাদশা শাহরুখকে দেখে তিনি তার পায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ছাড়তেই চাননি। অভিনেতা আরও প্রকাশ করেছেন কেন তাকে অন্যান্য বলিউড তারকা বাচ্চাদের মতো পার্টিতে দেখা যায় না।

একটি সাক্ষাত্কারে বাবিল বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে তার দেখা হওয়াটা দারুণ ছিল। বিল্লু বারবারের শুটিংয়ের সময় তার সঙ্গে আমার পরিচয় হয়। আমি তার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি যখন এসেছিলেন তখন পাঁচটি গ্রামের লোকেরা একসঙ্গে ভিড় করেছিল।

বাবিল খান বলেছিলেন যে, শাহরুখ খান যখন আসেন তখন তিনি ইরফান খানের সাথে ছিলেন এবং গাড়ি থেকে কিং খান নামলেই বাবিল অভিনেতার উপর ঝাঁপিয়ে পড়েন।

বাবিল আরও বলেন, ‘আমি কখনই অনুভব করিনি এই লোকটি শাহরুখ খান। আমি তার পায়ে ঝাঁপিয়ে পড়লাম, আমি তখন ছোট ছিলাম। সে কিছু বলল না, সে শুধু আমার মাথায় হাত রেখে আদর করল এবং আমার সাথে হাঁটতে লাগল। আমি তখনও তার পা জড়িয়ে ধরে ছিলাম।’

অন্যান্য তারকা বাচ্চাদের মতো পার্টিতে উপস্থিত না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘কারণ আমি স্টার কিড নই। বাবা কোনো দিক থেকেই সমসাময়িক তারকা ছিলেন না। কিন্তু এখন সব আলোচনার কারণে সে হয়ে উঠেছে। সে আলাদা। আমি মাঝে মাঝে পার্টিতে যাই। আমার সামাজিক উদ্বেগ আছে। আমি একা থাকতে পছন্দ করি। আমি কে তা নিয়ে কাজ করতে পছন্দ করি।’

কাচের বাসনের হলুদে দাগ দূর করার দারুন উপায়

প্রসঙ্গত, বাবিল খানকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য রেলওয়ে মেন শো’তে। তাকে পরবর্তীতে দেখা যাবে সুজিত সরকার পরিচালিত ‘দ্য উমেশ ক্রনিকলস’-এ।