শাহরুখ খানের সঙ্গে উরফির সেলফি নিয়ে তোলপাড়

Urfe

বিনোদন ডেস্ক : অদ্ভুত পোশাকের কারণে আলোচিত অভিনেত্রী-মডেল উরফি জাভেদ। অশ্লীলতা ছড়ানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও নেটদুনিয়ায় তাঁর ফলোয়ার্স দিন দিন বেড়েই যাচ্ছে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়া সেনসেশন পোশাকের পাশাপাশি ভিন্ন এক কারণেও নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন উরফি!

Urfe

সাদা-কালো ওই সেলফিতে দেখা যাচ্ছে, সাদা রঙের শার্ট পরে আছেন কিং খান। আর উরফি পরেছেন কালো টপ। সেলফি তুলেছেন শাহরুখ আর পিছনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন উরফি। একফ্রেমের এই স্থিরচিত্রটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয়জনের সঙ্গে দেখা হয়েছে’।

শাহরুখের সঙ্গে উরফির এই সেলফি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কমেন্ট বক্সে অনেকে জানতে চাইছেন, আগামীতে কি তাঁদের দুজনকে একসঙ্গে কোনো প্রজেক্টে দেখা যাবে? নাকি কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল তাঁদের? তবে এসব প্রশ্নের উত্তর মিলেছে ফ্যাক্টচেকে। সংবাদমাধ্যম টাইমস নাও জানিয়েছে, আমেরিকান মাল্টিমিডিয়া ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ‌‘স্ন্যাপচেট’ সম্প্রতি একটি ফিল্টার চালু করেছে। ‘সেলফি উইথ এসআরকে’ নামের এই ফিল্টারে যে কেউ ইচ্ছে করলেই শাহরুখের সঙ্গে হতে পারছেন সেলফিবন্দি। তাই উরফির এই ছবিটিও ভক্তদের সঙ্গে এক ধরনের প্রাঙ্ক।

এদিকে, সম্প্রতি একঝাঁক নতুন কনটেন্টের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিও। যেখানে সবচেয়ে বড় চমক উরফি জাভেদ। প্ল্যাটফর্মটি ঘোষণা করেছে নতুন শো ‘ফলো কর লো ইয়ার’। এটি উরফির ফ্যাশনকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে!

S-Pen সাপোর্ট ছাড়াই বাজার কাঁপাতে আসছে সাশ্রয়ী মূল্যের Galaxy Z Fold 6

এ ছাড়াও শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন উরফি। আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘লাভ সে..ক্স অউর ধোকা’র সিক্যুয়েল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে উরফিকে। মূলত সিনেমাটির বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের চরিত্র রেখেছেন। সবদিক বিবেচনা করে, উরফিকেই পছন্দ তাঁদের।